ODI World Cup 2023 PM Narendra Modi MS Dhoni Likely To Attend Special Air Show For Fans In India Australia Final

আমদাবাদ : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজিত হলেও সেই দিন হয়নি কোনও অনুষ্ঠান। ভারত-পাকিস্তানের মেগা ম্যাচের দিনে আমদাবাদে বসেছিল বিশ্বকাপের উদ্বোধনী আসর। এবার নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বযুদ্ধের মেগা ফাইনাল (World Cup 2023 Final)। সেই মঞ্চও জমজমাট করে তোলার যাবতীয় ব্যবস্থা থাকছে। জানা যাচ্ছে ক্রিকেটভক্তদের জন্য আয়োজন হতে চলেছে বিশেষ এয়ার শো-এর।

যাঁর নামে আমদাবাদের স্টেডিয়াম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) হাজির থাকার কথা ফাইনালের মঞ্চে। ভারত-অস্ট্রেলিয়ার মেগা ডুয়েল দেখতে মাঠে হাজির থাকার কথা মহেন্দ্র সিংহ ধোনিরই (Mahendra Singh Dhoni)। যাঁর হাত ধরেই ১২ বছর আগে শেষবার তথা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছিল ভারতীয় দল।

ভিভিআইপিদের উপস্থিতিতে শুধু এয়ার শো-ই নয়, ক্রিকেটভক্তদের জন্য জমজমাট এক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে বলেই খবর। প্রখ্যাত সঙ্গীতশিল্পী দুয়া লিপা, প্রীতম চক্রবর্তী ও আদিত্য গাদভির পারফর্ম করার কথা। সেমিফাইনালের মঞ্চে ভারতের ম্যাচ দেখতে সপরিবারে সচিন তেন্ডুলকার হাজির ছিলেন। উপস্থিত ছিলেন বিশ্বকাপের মাঝে চোট পেয়ে ছিটকে যাওয়া হার্দিক পাণ্ড্যও। ফাইনালের মঞ্চেও তাঁদের উপস্থিত থাকারই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুম্বইয়ের মেগা সেমিফাইনালে হাজির হয়েছিলেন একাধিক বলিউড তারকারা। ফাইনালের মঞ্চেও ভারতের হয়ে গলা ফাটাতে অনেককেই দেখা যাবে বলেই খবর। একাধিক রাজনৈতিক ব্যক্তি থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড ও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র একাধিক শীর্ষ কর্তাও ম্যাচ দেখতে হাজির থাকবেন বলেও জানা যাচ্ছে।

এবারে মেন ইন ব্লুর কাছে সুযোগ রয়েছে ২০ বছর আগের বদলা নেওয়ার। সেবার রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। এবারে ফের একবার ফাইনালের মঞ্চে ভারত বনাম অস্ট্রেলিয়া। তাই অজিদের ঘরের মাঠে মেগা ফাইনালে হারিয়ে বিশ্বসেরা হয়ে ওঠার অনন্য এক সুযোগ রয়েছে ভারতীয় দলের কাছে। আর রোহিত শর্মার হাতে তৃতীয়বার বিশ্বকাপ উঠবে এই প্রত্যাশাতেই অপেক্ষারত আসমুদ্রহিমাচল।                                                                                                                       

 

 

আরও পড়ুন- হোটেল ভাড়া ছাড়াল ১ লাখ, আকাশছোঁয়া বিমানের টিকিটও, ফাইনালে প্রাক্কালে মহার্ঘ আমদাবাদ