West Bengal Police: নজর হটি, দুর্ঘটনা ঘটি! লোকেশের ব্যাটিংয়ের Video পোস্ট রাজ্য পুলিশের, মিস করবেন না

ভারত নিউজিল্যান্ড ম্যাচের ক্লিপিংস দিয়ে মিম বানিয়েছে রাজ্য পুলিশ। আসলে দুর্ঘটনা রুখতে রাজ্য পুলিশের প্রচার। সেই ভিডিয়ো দেখে মজা পাচ্ছেন অনেকেই। ক্যাপশানে লেখা হয়েছে এক মূহুর্তের ভুলের জন্য সারাজীবন আক্ষেপ না করে সবসময় সজাগ থাকুন। আর সবশেষে লেখা নজর হটি, দুর্ঘটনা ঘটি।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ব্যাট করছেন লোকেশ রাহুল। ভারত নিউজিল্যান্ডের রূদ্ধশ্বাস সেমিফাইনাল ম্য়াচ। দূরন্ত ছক্কা হাঁকালেন তিনি। আর বাউন্ডারির বাইরে নিউজিল্যান্ডের দুই ফিল্ডার গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনারের মধ্য়ে জোর ধাক্কা। এই ধাক্কা দেখে মুচকি হেসেছিলেন ক্রিকেট প্রেমীরাও। আর সেই ধাক্কা দিয়েই মিম বানিয়ে ফেলল রাজ্য পুলিশ। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে ঝটকা জারা সা মেহেসুস হুয়া হ্য়ায়, লাইফ কি গাড়ি …

 

বেশ মজাদার ভিডিয়ো। তবে তার সঙ্গে যে বার্তা রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূহুর্তের ভুলের জন্য সারাজীবন আক্ষেপ না করে সবসময় সজাগ থাকুন। অর্থাৎ মূহুর্তের ভুলের জন্য বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তারপর সারাজীবন আক্ষেপ! সেটা না করে সবসময় সজাগ থাকার বার্তা দিল রাজ্য পুলিশ।

তবে এই ভিডিয়ো দেখে অনেকেই বেশ মজা পেয়েছেন। নানা সময় নানা ধরনের ভিডিয়ো পোস্ট করে পুলিশ সাধারণ মানুষকে সচেতন করে। এবার দুর্ঘটনা রুখতে ক্রিকেটকেই হাতিয়ার করল পুলিশ। একবার নজর সরালে কী হতে পারে সেটাই দেখানো হয়েছে । তার সঙ্গেই বড় বার্তা। কিন্তু যারা বেপরোয়া গাড়ি চালান তাদের মাথায় কী আদৌ থাকে, নজর হটি, দুর্ঘটনা ঘটি।