Astrotalk CEO announcement: ভারত বিশ্বকাপ জিতলেই ব্যবহারকারীদের ১০০ কোটি! বড় ঘোষণা অস্ট্রোটকের সিইও-র

রবিবার বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। এদিন অহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলছে ভারত-অস্ট্রেলিয়া। তার বড় ঘোষণা করলে অস্ট্রোটকের সিইও পুণীত গুপ্তা। ফাইনালে যদি ভারত জেতে তবে ১০০ কোটি টাকা তিনি ভাগ করে দেবেন অস্ট্রোটকের ব্যবহারকারীর মধ্যে।

লিঙ্কডইনে ২০১১ বিশ্বকাপের স্মৃতিরোমন্থন করেছেন পুণীত। ওই বছরই ভারত শেষ বিশ্বকাপ জেতে। তিনি লিখেছে, ‘আমি সেই সময় কলেজে পড়ি। সেটা ছিল আমার জীবনের আনন্দময় দিনগুলির মধ্যে একটি।’ ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনার মুহূর্তগুলি নিয়ে লিখেছেন, ‘ম্যাচের আগের দিন আমরা কেউ ভাল করে ঘুমতে পারনি। কারণ আমার সারারাত ম্যাচে নিয়েই আলোচনা করেছিলাম।’

ভারতের জয়ের পর উদযাপনের মুহূর্তগুলো তিনি জানিয়েছেন। তাঁর কথায়,’আমরা ম্যাচ জেতার পর দীর্ঘক্ষণ ধরে লাফিয়ে ছিলাম। আমি বন্ধুদের জড়িয়ে ধরে ছিলাম। আমরা চণ্ডীগড় বাইকে করে গিয়েছিলাম।  অজানা- অচেনা লোকের সঙ্গে ভাংড়া নেচেছি। যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের আলিঙ্গন করেছি। ওই দিনটা সত্যিই আমাদের কাছে সবচেয়ে আনন্দময় দিন ছিল।’

(পড়তে পারেন। শিশির পড়ল? মাঠে হাত দিয়ে ‘টেস্ট’ দ্রাবিড়ের, ফাইনালের আগে অনুশীলনে নেই বিরাট) 

আসন্ন বিশ্বকাপের ফাইনালের জন্য তার পরিকল্পনা শেয়ার করেছেন পুণীত। ভারত জিতলে অ্যাস্ট্রোটক ব্যবহারকারীর কাছে সেই আনন্দ ছড়িয়ে দিতে চান তিনি। সংস্থার সিইও সেই ইচ্ছা প্রকাশ করে লিখেছেন,’সে বার আমার কয়েকজন বন্ধু ছিল যাদের সঙ্গে আমি আমার আনন্দ ভাগ করে নিতে পেরেছিলাম। কিন্তু এবার আমাদের অনেক অ্যাস্ট্রোটক ব্যবহারকারী আছেন, যারা বন্ধুর থেকেও বেশি, তাই তাদের সঙ্গে আমার আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমাকে কিছু করতে হবে।’

পুণীত লিখেছেন,’আজ সকালে আমি আমার ফিনান্স টিমের সঙ্গে কথা বলেছিলাম এবং প্রতিশ্রুতি দিলাম ভারত বিশ্বকাপ জিতলে আমাদের ব্যবহারকারীদের ওয়ালেটে ১০০ কোটি টাকা দেব। আসুন আমরা ভারতের জন্য প্রার্থনা করি।”