Jyotipriya Mullick: ২০১১ সালে মন্ত্রী হয়েই দুর্নীতির ছক কষা শুরু করে দিয়েছিলেন বালু, দাবি ED-র

শুধু স্ত্রী – কন্যা নয়, কালো টাকা সাদা করতে জ্যোতিপ্রিয় মল্লিকের খোলা ভুয়ো সংস্থায় ডিরেক্টর ছিলেন তাঁর শাশুড়ি ও শ্যলকও। রেশন দুর্নীতির তদন্তে এমনই দাবি করেছে ED. তাদের দাবি, ২০১১ সালে ক্ষমতায় এসেই দুর্নীতির ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছিলেন বালু। তার স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে এই তথ্যে।

ইডির তরফে জানানো হয়েছে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি ভুয়ো সংস্থায় ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয় শাশুড়ি। ওই সংস্থাতেই ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ডিরেক্টর পদে ছিলেন তাঁর শ্যালক। অন্য একটি সংস্থায় ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত জ্যোতিপ্রিয়র শ্যালক। ওই সংস্থায় ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয়র শাশুড়ি। অন্য একটি সংস্থাতেও টানা ৫ বছর ডিরেক্টর ছিলেন ২ জনেই।

ইডির দাবি, ২০১১ সালের নভেম্বরে ওই সংস্থাগুলিতে জ্যোতিপ্রিয়র শ্যালক ও শাশুড়িকে ডিরেক্টর পদে বসানো হয়। এর আগে স্ত্রী ও মেয়েকে যে তাঁর নির্দেশেই ভুয়ো সংস্থার ডিরেক্টর করা হয় তা জেরায় স্বীকার করে নিয়েছেন জ্যোতিপ্রিয়। তদন্তকারীরা মনে করছেন, ২০১১ সালের মে মাসে ক্ষমতায় এসেই দুর্নীতির জাল বোনা শুরু করে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। তাই ওই বছর নভেম্বরেই ভুয়ো সংস্থার ডিরেক্টর পদে বসিয়ে দেন শ্যালক ও শাশুড়িকে।