ODI WC 2023: ‘He’s Going To Be A Big One’, Australia Skipper Pat Cummins In All Praise For Mohammed Shami

আমদাবাদ : শুরুটা বাদ দিলে, যত বিশ্বকাপ এগিয়েছে ততই আলোচ্য বিষয় হয়ে উঠেছে তাঁর আগুনে বোলিং। যখনই সুযোগ মিলেছে, বিরোধী দলের ব্যাটারদের কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছেন। কার্যত স্বপ্নের ফর্মে রয়েছেন মহম্মদ শামি। ফাইনালের আগে প্রতিদ্বন্দ্বী দল যে তাঁক কতটা সমীহ করছে তা পরিষ্কার হয়ে গেল অস্ট্রেলিয়ার অধিনায়কের কথায়। শামির উচ্ছ্বসিত প্রশংসা করার পাশাপাশি সতর্কবার্তা দিলেন প্যাট কামিন্স, ফাইনালে ব্যাগি গ্রিন্সদের চ্যালেঞ্জ জানাতে পারেন এই ভারতীয় পেসার।

ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে প্রথম সুযোগ পাওয়ার পর থেকেই একের পর এক স্বপ্নের স্পেল বেরোচ্ছে শামির হাত থেকে। সুযোগ পেয়েই কিউইদের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নেন। শুধু তা-ই নয়, সেমিফাইনালেও ব্ল্যাক ক্যাপ ব্যাটিং লাইন-আপের একা হাতে ধস নামিয়ে ছেড়েছেন। প্রতিটি ম্যাচেই নিজেকে উজার করে দিয়েছেন। যার ফলস্বরূপ, এই বিশ্বকাপে তাঁর পরিসংখ্যান প্রশংসাযোগ্য। ৫ ম্যাচে তাঁর ঝুলিতে ২৩টি উইকেট। টুর্নামেন্টে তাঁরই সংগ্রহে রয়েছে সর্বাধিক উইকেট। ফাইনালে যে পরিসংখ্যান আরও এগিয়ে নিয়ে যেতে শামি যে চেষ্টার কোনও খামতি রাখবেন না তা বলাই বাহুল্য। 

এই পরিস্থিতিতে ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে ভারতীয় পেসারকে প্রশংসায় ভরিয়ে দিলেন কামিন্স। বললেন, “আমি বলতে চাইছি, ওঁরা প্রত্যেকেই সব ডিপার্টমেন্টে অসাধারণ অবস্থায় রয়েছেন। তবে, টুর্নামেন্টের শুরুতে সুযোগ না পাওয়া মহম্মদ শামি সত্যিই অসাধারণ খেলছেন। ডান ও বাঁ হাতিদের বিরুদ্ধে ও একজন ক্লাস বোলার। তাই হ্যাঁ, শামিকে সমীহ করতেই হয়। তবে, এঁদের বিরুদ্ধে আমরা অনেক খেলেছি। তাই আমাদের ব্যাটাররা জানেন এই বোলারদের কীভাবে খেলতে হবে, কীভাবে ভাল পারফর্ম করতে হবে।”  

স্পিনার কুলদীপ যাদব বা রবীন্দ্র জাদেজাকেও কোনও অংশে পিছিয়ে রাখতে চাইছেন না কামিন্স। অস্ট্রেলিয়ান অধিনায়ক বলছেন, “ওঁরা প্রত্যেকই অসাধারণ। ভারতের এমন ৫ জন বোলার রয়েছেন যাঁরা প্রত্যেকে ১০ ওভারই ভাল বল করতে পারেন। মিডল ওভারে ওঁদের স্পিনাররা কুলদীপ ও জাদেজা ভাল বল করছেন। কাজেই, ওঁরা কঠিন প্রতিপক্ষ, যেমন বরাবর থাকেন। ওঁরা প্রত্যেকটা ম্যাচই জিতেছেন। অসাধারণ বিষয় তো বটেই।”

আগামীকাল ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচের আগে পিচ নিয়ে অদ্ভুত কথা বলেছেন অজি অধিনায়ক প্য়াট কামিন্স। তিনি নাকি বোঝেনই না পিচের আচরণ, প্রকৃতি সম্পর্কে।

বিস্তারিত পড়ুন ; ‘পিচ নিয়ে খুব বেশি আমি কিছু বুঝি না’, ফাইনালের আগে কেন এমন বললেন কামিন্স?