Suvendu Adhikari: আর্থিক দুর্নীতি সমস্ত মামলা ক্লোজ করতে নির্দেশ দিয়েছেন মমতা, দাবি শুভেন্দুর

রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে দায়ের দুর্নীতির মামলাগুলি দ্রুত তদন্ত করে ক্লোজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ধামাচাপা দিতেই তিনি এই নির্দেশ দিয়েছেন। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা বিষয়টির ওপর তিনি কড়া নজর রাখছেন বলেও শাসকদলকে সতর্ক করেছেন শুভেন্দু।

সোশ্যাল সাইটে শুভেন্দু লিখেছেন, রাজ্যের সমস্ত সরকারি দফতরের বিরুদ্ধে থাকা PMLA-র অধীনে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রতিটি মামলা চিহ্নিত করে ক্লোজ করার নির্দেশ দিতে আইনমন্ত্রী, মুখ্যসচিব ও এডিজি (আইনশৃঙ্খলা)-র সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি ও এউ সরকারের দুর্নীতি ও অপকর্মগুলি নিয়ে ভবিষ্যতে যাতে আর কোনও তদন্ত না হয় তা নিশ্চিত করতেই এই নির্দেশ দিয়েছেন তিনি। আইনমন্ত্রী (যিনি নিজে কয়লা দুর্নীতিতে অভিযুক্ত) তাঁকে নতুন অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করে এই মামলাগুলি চিহ্নিত করতে বলা হয়েছে। সমস্ত দফতরকে সব কাজ বন্ধ করে অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ আগে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তিনি ভয় পাচ্ছেন দুর্নীতির তদন্ত রাস্তা ধরে তাঁর মানে রানি মৌমাছির দিকে আসছে। শুধু সময়ের অপেক্ষা’।

শুভেন্দুর সংযোজন, ‘আমি এই ধরণের যে কোনও উদ্যোগের ওপর কড়া নজর রেখেছি। দুর্নীতির মামলা মুছে ফেলার কোনও চেষ্টা হলে নিশ্চিতভাবে কঠোর আইনি পরিণাম ভুগতে হবে।’

বলে রাখি, রেশন দুর্নীতিকাণ্ডে আগে থেকেই বাকিবুরের বিরুদ্ধে তদন্ত করছিল রাজ্য পুলিশ। এমনকী তাঁর আটাকল থেকে প্রচুর সামগ্রী বাজেয়াপ্তও করেছিল তারা। কিন্তু তার পর এই দুর্নীতি ধামাচাপা পড়ে যায়। এর পর তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।