সেরাটা শেষের জন্য রেখে দিয়েছিলাম: কামিন্স

ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু মাঠের লড়াইয়ে পর্যদুস্ত তারা। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ। সেই দলটি লিগ পর্বের পরের সাত ম্যাচ জিতে নিশ্চিত করে সেমিফাইনাল, সেখানে দক্ষিণ আফ্রিকার কাছে হারের শোধ তোলে। এবার ফাইনালেও ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো। টানা ১০ ম্যাচ জেতা দলের অস্ট্রেলিয়ার কাছে এভাবে ভরাডুবি হবে, তা ছিল কল্পনাতীত। 

ভারতকে সাত ওভার হাতে রেখে ৬ উইকেটে হারানোর পর কামিন্স বললেন, তারা তাদের সেরাটা জমা রেখেছিলেন শেষের জন্য। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা শেষের জন্য আমাদের সেরাটা রেখে দিয়েছিলাম। আমরা পুরো টুর্নামেন্টে প্রথমে ব্যাটিং করেছি। তবে লক্ষ্যে তাড়া করতে নামার জন্য আজকের রাতটা দারুণ ছিল। আমরা যতটা ভেবেছিলাম, পিচ ততটা স্পিন সহায়ক ছিল না। ছেলেরা ছিল দুর্দান্ত। সবাই তারা মাঠে নিজেদের উজার করে দিয়েছে।’

টস জিতে ফিল্ডিং নিয়ে অস্ট্রেলিয়া ভারতকে ২৪০ রানে অলআউট করেছে। প্রতিপক্ষকে কমের মধ্যে আটকে দেওয়ার ব্যাপারে কামিন্স বললেন, ‘আমরা ভেবেছিলাম ৩০০ কঠিন হবে কিন্তু এই উইকেটে সেটা অতিক্রম করা যেতো। তবে ২৪০ রানে আটকে দেওয়া অসাধারণ।’

৪৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেন ১৯২ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। তাদের প্রশংসায় পঞ্চমুখ অজি অধিনায়ক, ‘মার্নাস ঠাণ্ডা মাথায় খেলেছে এবং ট্র্যাভিস বড় মঞ্চে যা করে, সেটাই করেছে। নিজের জাত চিনিয়েছে। নির্বাচকরা তাকে সমর্থন দিয়ে গেছে। এটা আমাদের নেওয়া বড় ঝুঁকি ছিল এবং পুরস্কার পেলাম।’