Amitabh Bachchan | World Cup 2023 Final: ‘ম্যাচ দেখবেন না আপনি’, করুণ অনুরোধ বিগ বি-কে! কেন জানেন?

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মেগাস্টার অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan) ক্রিকেটের প্রতি ভালবাসা চিরকালের। তবে এবার ফাইনাল দেখতে যাচ্ছেন না বিগ বি। এমনই পোস্ট তিনি করেছেন সোশ্যাল মিডিয়ায়। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে নামতে চলেছে ভারত। দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। এরই মাঝে অভিনেতার পোস্ট ঘিরে ওঠে কমেন্টের ঝড়। 
 

আরও পড়ুন:IND vs AUS Cricket World Cup 2023 Final: ভারত না অস্ট্রেলিয়া, কে জিতেবে ‘নাগমণি’? জাজমেন্ট কার্ডে কার হাতে উঠল ট্রফি? ট্যারোট রিডিং বলছে…

গত বৃহস্পতিবার রাতে ট্যুইটে লেখেন, ‘টি ৪৮৩২- এখন আমি ভাবছি আমার যাওয়া উচিত কি না!’ এরপর সম্প্রতি, বুধবার আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ী হওয়ার পরে, বিগ বি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছেন, ‘টি ৪৮৩১ – যখন আমি খেলা দেখি না তখন আমরা জিতেছি!’ 

 

অভিনেতার পোস্টে ঘিরে আসে বহু নেটিজেনদের প্রতিক্রিয়া। এমন কিছু ফ্যানেরা তাঁকে খেলা দেখতে না  যাওয়ারই পরামর্শই দেন। একজন নেটিজেন লেখেন, ‘ফাইনাল ম্যাচ দেখবেন না দয়া করে স্যার।’ আবার আর একজন লেখেন, ‘অনুগ্রহ করে আরেকটি ত্যাগ স্বীকার করুন স্যার এবং ফাইনাল থেকেও দূরে থাকুন!, বাড়ির ভিতরেই থাকুন বচ্চন সাহেব।’ আবার একজন লেখেন, ‘বিশ্বকাপের ফাইনালের দিনে তাঁকে একটি প্রত্যন্ত আইল্যান্ডে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাক, ফাইনাল দেখবেন না স্যার।’ অন্য একজন লেখেন, ‘দয়া করে ম্যাচ দেখতে যাবেন না, এমনকি টিভিতেও দেখবেন না।’

 

আরও পড়ুন:ICC World Cup 2023 Final: ‘বিশ সাল বাদ’ আহমেদাবাদ কি এবার বদলাপুর! ভারত-অজি মহারণ নিয়ে ফুটছে দেশ
 

২০১১ সালে, অভিষেক বচ্চন তাঁর বাবার কুসংস্কার সম্পর্কে কথা বলেন  যে, ভারত যখন কোনও ম্যাচ খেলে অমিতাভ ম্যাচটি দেখেন না কারণ তিনি বিশ্বাস করেন যে যতবার তিনি ম্যাচ দেখবেন, ভারতের একটি উইকেট পড়ে যাবে। এমনকি অভিনেতা নাকি তাঁর ঘর থেকেই বের হয় না। অভিষেক আরও বলেন যে, ‘ভারতীয় দলের ক্ষেত্রে বাবা কুসংস্কারাচ্ছন্ন। তিনি ফাইনাল ম্যাচ দেখবেন না, তিনি তার ঘরেই থাকবেন। বাবা ভারতকে জিততে দেওয়ার জন্য তিনি ম্যাচ না দেখার সিদ্ধান্ত নেন। মা (জয়া) এবং ঐশ্বর্য তাঁর ঘরে যান এবং স্কোর সম্পর্কে আপডেট দেন।

আরও পড়ুন: World Cup 2023 Final: ২০ বছর আগে ফাইনালে হারের বদলা! আমেদাবাদের পথে কী বললেন সৌরভ?

বিশ্বকাপজয়ী অধিনাকদের সম্মান জানাবে বিসিসিআই, লেজার শো হবে, গান গাইবেন প্রীতম। স্টেডিয়ামে এয়ার শো করবে বায়ুসেনা। দেশজুড়ে চলেছে বিভিন্ন আয়োজন। টিম ইন্ডিয়ার অধিনায়ক জানিয়েছেন টিম ইন্ডিয়া একেবারেই চাপমুক্ত রয়েছে। সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, গত দশ ম্যাচে আলাদা রণনীতি নিয়ে খেলেছে টিম ইন্ডিয়া। সেই ফর্মুলাতেই ফাইনাল হবে। অস্ট্রেলিয়া টিমকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কারণ নেই।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)