Char Dham Yatra 2023: শেষ হল চারধাম যাত্রা, কোন ধামে সবথেকে বেশি তীর্থযাত্রী জানুন, ভিড়ে রেকর্ড হল এবার

শেষ হল চারধাম যাত্রা। শনিবারই শেষ হল এই চারধাম যাত্রা। বদ্রিনাথ ধামের দরজা বন্ধ হল শনিবার। আর তারপরই চারধাম যাত্রায় ইতি পড়ল এবারের মতো। হিসেব বলছে গতবারের তুলনায় ১০ লাখ বেশি ভক্ত এবার চারধাম যাত্রায় শামিল হয়েছিলেন।সব মিলিয়ে এবার চারধাম যাত্রায় ৫৪.২ লাখ যাত্রী এই চারধাম যাত্রায় শামিল হয়েছিলেন।

এবার কেদারনাথে সবথেকে বেশি তীর্থযাত্রী এসেছিলেন। এবার কেদারনাথে গিয়েছিলেন ১৯. ৬ লাখ তীর্থযাত্রী। বদ্রিনাথে তার থেকে একটু কম তীর্থযাত্রী গিয়েছিলেন। সেখানে গিয়েছিলেন ১৮.৩ লাখ যাত্রী। গঙ্গোত্রীতে তার থেকে একটু কম তীর্থযাত্রী গিয়েছিলেন। সেখানে গিয়েছিলেন ৯ লাখ তীর্থযাত্রী। যমুনোত্রীতে গিয়েছিলেন ৭.৩ লাখ তীর্থযাত্রী।

প্রতিবছরই লাখ লাখ তীর্থযাত্রী চারধাম যাত্রায় যান। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই চারধামে যান। পাহাড়ি পথে দীর্ঘযাত্রায় যান তাঁরা। গতবার সব মিলিয়ে ৪৪.২ লাখ তীর্থযাত্রী এই চারধাম যাত্রায় শামিল হয়েছিলেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে।

২০১৯ সালে ৩২.৪১ লাখ তীর্থযাত্রী গিয়েছিলেন। তবে কোভিডের জেরে ২০২০ ও ২০২১ সালে এই যাত্রায় কাটছাঁট করা হয়েছিল। তবে প্রতিবারই তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য় নানা ব্যবস্থা করা হয়। তবে এবার অন্য়ান্য় বছরের তুলনায় অসুস্থ হয়ে বা অন্য় কারণে মৃত্যুর সংখ্য়া কিছুটা কম হয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য় বিশেষ ব্যবস্থা করা ছিল। এবছর চারধাম ও হেমকুন্ড সাহিব যাত্রা সার্কিট মিলিয়ে ২৪৫ জন মারা গিয়েছেন। ২০২২ সালে এই সংখ্য়াটা ছিল ৩০০জন। এবার বদ্রিনাথে ৪৬জন, হেমকুন্ড সাহিবে ৯জন, কেদারনাথে ১২০জন, গঙ্গোত্রীতে ৩০জন, গোমুখ যাত্রায় ১জন ও যমুনোত্রী যাত্রায় ৩৯জনের মৃত্যু।