Help For Children Literacy: ২ লাখ শিশুর জীবন পালটে দিতে পারে মাত্র ১০ টাকা! অভিনব আবেদন স্বেচ্ছাসেবী সংস্থার

মাত্র দশ টাকা। দশ টাকাই পাল্টে দিতে পারে দুই রাখ শিশুর জীবন। পড়াশোনা থেকে একটু ভালো খাবার খেয়েপরে বেঁচে থাকার ভার থাকার নিতে পারে এই আপাত স্বল্প মূল্যের অর্থ। সম্প্রতি ‘চাইল্ড রাইট অ্যান্ড ইউ’ (ক্রাই)-এর তরফে এবার নতুন উদ্যোগ শুরু করা হল‌। উদ্যোগের নাম ‘হিরো ইন‌ ইউ’। সারা ভারত জুড়ে এই উদ্যোগ শুরু করল ক্রাই। 

(আরও পড়ুন: খাবারে নিজের চুল গুঁজে দিয়ে ফ্রি-তে পেটপুজোর ধান্দা! CCTV ফুটেজে পর্দাফাঁস)

কোভিডের সময় থেকেই বাড়ছে স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা। সারা দেশে স্কুলগুলি বন্ধ থাকায় সমস্যা আরও গুরুতর হয়েছে। বহু পড়ুয়ার মুখ আর দেখা যায়নি স্কুল খোলার পর। বহু ছেলে সংসারে কিছু বেশি টাকা জোগাতে কাজের সন্ধানে বেরিয়ে পড়েছে। কিছু মেয়ের আবার বিয়ে হয়ে গিয়েছে। আবার যাদের পড়ার ইচ্ছে ছিল, তাদেরও ইচ্ছে মরে গিয়েছে। পরিবারের অনিশ্চয়তা ভুগিয়েছে তাদের। সম্প্রতি, তাদের জন্যই এই উদ্যোগ নিল ‘চাইল্ড রাইট অ্যান্ড ইউ’ সংগঠন। স্কুলে পড়ার কথা যাদের, তাদের জন্য সাহায্যের আর্জি নিয়ে এগিয়ে এল তাঁরা।

(আরও পড়ুন: ৩৫১ ফুট লম্বা এই পরচুলা নাম তুলল গিনিসে! বানানোর কায়দা জানালেন এই মহিলা)

দশ টাকার সাহায্য পাঠাতে অনলাইন পেমেন্টের ব্যবস্থা করেছে ‘চাইল্ড রাইট অ্যান্ড ইউ’। একটি বিশেষ লিঙ্কে গিয়ে অনলাইনে পাঠানো যাবে ওই নির্দিষ্ট টাকা। তবে শুধু দশ টাকা নয়, চাইলে আরও বেশি টাকাও পাঠাতে পারেন যে কেউ। দশের পর ৫০, ১০০, ৫০০ বা নিজের ইচ্ছেমতো অর্থ সাহায্য পাঠাতে পারবেন ইচ্ছুক ব্যক্তি। এই উদ্যোগের উদ্যোক্তা ও ক্রাইয়ের অন্যতম প্রধান সদস্য যামিনী কাপুর সংবাদমাধ্যমকে বলেন, দেশ জুড়ে সাড়ে ১২ লাখের বেশি পড়ুয়া স্কুলছুট। ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই প্রাথমিক ও মাধ্যমিক দুইরকম স্কুল মিলিয়ে এটাই স্কুলছুটের পরিসংখ্যান। তাদের স্কুলে ফেরাতেই এগিয়ে আসার আর্জি জানাচ্ছে ক্রাই সংগঠনের উদ্যোগটি।‌

সাহায্য পাঠানোর ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে মাসিক পেমেন্টের ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ মাসে মাসে একটি নির্দিষ্ট টাকা পাঠানো যাবে ক্রাই সংগঠনকে। সেই টাকাই পৌঁছে যাবে শিশুদের নানা কাজে।