IND Vs AUS Cricket World Cup 2023 Final Jasprit Bumrah Wants To Stick To Process And Not Be Overwhelmed By The Occasion

আমদাবাদ: ৪৭টি ম্যাচ শেষে বিশ্বকাপের (ODI World Cup 2023) শেষ দুই দল হিসাবে আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। একদিকে যেখানে ভারতের সামনে প্রথম দল হিসাবে ঘরে মাঠে দুইটি বিশ্বকাপ জয়ের হাতছানি রয়েছে, সেখানে অস্ট্রেলিয়ার সামনে রেকর্ড ষষ্ঠ খেতাব জয়ের সুযোগ। উত্তেজনায় ফুটছে গোটা দেশ। তবে তিনি কিন্তু আবেগে গা ভাসাতে নারাজ। তিনি যশপ্রীত বুমরা।

আমদাবাদ তাঁর ঘরের মাঠ। সেই ঘরের মাঠে সমর্থকদের সামনে বিশ্বজয়ের হাতছানি। যে কোনও ক্রিকেটারের কাছেই স্বপ্ন। যশপ্রীত বুমরা কিন্তু ফাইনাল ভেবে এই ম্যাচ ঘিরে বাড়িতে আবেগে গা ভাসাচ্ছেন না। তিনি মেনে নিচ্ছেন একাগ্রতা ভঙ্গ করার অনেক কিছুই রয়েছে, তবে নিজের শক্তিশালী দিকের উপর ভর করে এতদিন পর্যন্ত যা করে এসেছেন, সেই পথেই এগোতে চান তিনি।

বুমরা বলেন, ‘আমি আমার পরিবার এবং স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম এই (বিশ্বকাপ ফাইনাল) নিয়ে। গত বছর আমি চোটের জেরে বিশ্বকাপ খেলতে পারিনি। ঠিক তার এক বছর পরেই ফাইনালে নামার সুযোগ পাচ্ছি। তাও আবার যেখানে আমার কেরিয়ারের শুরু সেই জায়গাতেই। অনেক কিছুর হাতছানি রয়েছে, তবে সবকিছুর মধ্যেও একাগ্রতাটা বজায় রাখা প্রয়োজন। এই ম্যাচটাকে আমি ভিন্নভাবে দেখেছি না। এতদিন যা সাফল্য দিয়েছে, সেই পথেই আজও এগোতে চাই।’