Midhili in Bangladesh: বাংলাদেশে ব্যাপক তাণ্ডব চালাল মিধিলি, ৮ জনের মৃত্যু, অনেক ক্ষয়ক্ষতি

রাজ্যে ঘূর্ণিঝড় মিধিলির সেরকম প্রভাব না পড়লেও এর ব্যাপক প্রভাব পড়েছে ওপার বাংলায়। মিধিলি কার্যত ধ্বংসলীলা চালিয়েছে বাংলাদেশে। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলাদেশে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বাংলাদেশের বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম পর্যন্ত উপকূলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে কক্সবাজারের ৪ জন এবং চট্টগ্রামের মিরসরাইয়ে ১ শিশুসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, রাজধানী ঢাকাসহ গোটা বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বহু গাছপালা, বৈদ্যুতিক তারের খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র, নামতে পারছেন না পর্যটকরা, চলছে জোর মাইকিং

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুক্রবার থেকেই বাংলাদেশ জুড়ে হালকা থেকে শুরু করে ভারী বৃষ্টি হয়েছে। এর ফলে একাধিক জায়গায় জল জমে যায়। জানা গিয়েছে, টেকনাফে ঘরের মাটির দেওয়াল ধসে মা ও ছেলে-মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম হল আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।

অন্যদিকে, চট্টগ্রামের মিরসরাইয়ে মিধিলির দাপটে গাছ পড়ে সিদরাতুল মুনতাহা আরিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। এদিকে, ঝড়ের জেরে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পুর এলাকায় প্রচুর গাছপালা ভেঙে যায়। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। অন্যদিকে, সন্দ্বীপ উপজেলার একটি বাজারে আবদুল ওহাব (৬০) নামে এক ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর মাথার ওপর গাছ ভেঙে পড়ে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়াও, একই ধরনের ঘটনা ঘটে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি গ্রামে। জুলেখা বেগম (৬৫) এক বৃদ্ধার ওপর গাছ ভেঙে পড়লে তাঁর মৃত্যু হয়। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝোড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ওই ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক (৪০)। ঘটনাটি মিরিকপুর গ্রামের।

ভোলার মনপুরা উপকূলে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে রাত থকে ঝড়ো বৃষ্টি হয়েছে। এর কারণে মনপুরার সঙ্গে ভোলা ও ঢাকার যোগাযোগের একমাত্র মাধ্যম জলপথ পরিবহণ বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে, ঝড়ের দাপটে ব্রাহ্মণবেড়িয়ায় রেললাইনে গাছ পড়ে। এরফলে ঢাকা থেকে চট্টগ্রাম, নোয়াখালি রুটে বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। মিধিলির কারণে উপকূলবর্তী প্রায় ২৫ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়।