Domestic Air Traffic: দেশের ভেতর বিমান যাত্রীর সংখ্য়ায় রেকর্ড হল দুদিনে, হিসেব জানলে চমকে যাবেন

বিমানযাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে অন্তর্দেশীয় ক্ষেত্রে।

অন্তর্দেশীয় যাত্রী পরিবহণের ক্ষেত্রে রবিবার বিমান সংস্থাগুলি এক নতুন উচ্চতায় পৌঁছল। সব মিলিয়ে ৪,৫৬,৯১০ জন যাত্রী পরিবহণ করা হয়েছে ছুটির দিন রবিবারে। শনিবার আর রবিবার যাত্রী পরিবহণে একেবারে রেকর্ড করল বিমান সংস্থাগুলি। আর শনিবার যাত্রীর সংখ্যা ছিল ৪,৫৬,৭৪৮ জন। অসামরিক বিমান পরিবহণমন্ত্রক এক্স হ্যান্ডেলে লিখেছে, কোভিডের পরবর্তী সময়ে অন্তর্দেশীয় ক্ষেত্রে যাত্রী সংখ্য়া একেবারে হু হু করে বাড়তে শুরু করেছে। শুধু সেটা উৎসাহ দিচ্ছে সেটাই নয়, এটা অনুপ্রেরণাও দিচ্ছে। প্রতিটি ফ্লাইটের ক্ষেত্রে প্রতিদিন একটা নতুন উচ্চতায় যাচ্ছে এই যাত্রী সংখ্য়া।

অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সোমবার জানিয়েছেন, বিশ্বের সবথেকে বড় এভিয়েশন মার্কেট হিসাবে শীর্ষ স্পর্শ করার ক্ষেত্রে এই দেশকে কেউ আটকাতে পারবে না।

পরিসংখ্য়ান বলছে, রবিবার ১৯ নভেম্বর ডোমেস্টিক এয়ার প্যাসেঞ্জার ছিল ৪,৫৬,৯১০ জন। ওইদিন ৫,৯৫৮টি বিমান চলাচল করেছে। আর গতবছর ১৯ নভেম্বর মোট যাত্রী সংখ্যা ছিল ৩,৯৩,৩৯১জন। গত বছর ওই দিন মোট ৫৫০৬টি বিমান গিয়েছিল।

কোভিডের দাপট কমতেই বিমানে যাত্রীর সংখ্যা একেবারে হু হু করে বাড়ছে। মনে করা হচ্ছে কোভিড পরিস্থিতির পর এই প্রথম এত যাত্রী বাড়ল প্রথম দুদিন। একেবারে লাখ লাখ যাত্রী বিমান চাপলেন দুদিনে।

এদিকে দেশের বিমানবন্দরগুলিতেও যাত্রীর সংখ্য়া একেবারে হু হু করে বাড়ছে। বিমানবন্দরগুলিতে হাজার হাজার যাত্রীর ভিড়। তবে শুধু ডোমেস্টিক ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক বিমানগুলিতেও ভিড় কিছু কম নেই। সব মিলিয়ে বিমান সংস্থাগুলির মুখেও এবার চওড়া হাসি। একেবারে সব আসন আগাম বুক হয়ে যাচ্ছে।