কানাডিয়ান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান

বেসরকারি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) নতুন ভিসি হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহসান। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিযুক্ত করেন।

রবিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত এক টাউন হল মিটিংয়ে চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত তাকে পরিচয় করিয়ে দেন। 

সিইউবিতে যোগদানের পূর্বে ড. আহসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য খাত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইত্যাদি জায়গায় ৩০ বছরেরও বেশি সময় ধরে একজন একাডেমিক সদস্য এবং গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।