বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিকদের আবেদনের সময় বাড়লো

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) শেষ হওয়া প্রথম দফার সময়সীমার মধ্যে ১২টি দেশের পর্যবেক্ষক ও সাংবাদিক এবং ৪টি সংস্থা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহ জানিয়ে আবেদন করেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি সংস্থা সময় বাড়ানোর জন্য ইসি বরাবর আবেদন করেছে। কমিশন আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ও ব্যক্তি পর্যায়ে আবেদনে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে দাবি করে এই অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা মনে করি, সাড়া ভালো পেয়েছি। তারা সময় বাড়ানোর আবেদন করেছে। আমরা আশা করছি, এই সংখ্যা আরও বাড়তে পারে।’

তিনি জানান, এ পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন পেয়েছি। সংখ্যা বিবেচনা করলে ৩০ থেকে ৩২ জন। এ সংখ্যা আরও বাড়তে পারে। সংস্থা হিসেবে ৪টি আসার জন্য আবেদন করেছে। তারা হচ্ছেন— আফ্রিকান ইলেকট্ররাল ইউনিয়নের ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের ৪ জন, এনডিআই ও আইআরআইর ৫ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ৪ জন।

পর্যবেক্ষণের জন্য ইসি কাউকে আমন্ত্রণ জানাবে না উল্লেখ করে সচিব বলেন, ‘আমরা কাউকে আমন্ত্রণ জানাবো না। আমরা বিভিন্ন সময়ে যাদের কাছ থেকে আমন্ত্রণ পাই, তাদের কেবল আমন্ত্রণ জানাবো।’