শৌচকর্ম করতে গিয়ে বন্দে ভারতের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল কিশোরীর দেহ

মর্মান্তিক ঘটনা ঘটল মালদহে। দিদির বাড়ি থেকে ফেরার পথে শৌচকর্ম করতে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে মালদহের সামসি রেলগেটের কাছে। ওই কিশোরীর নাম বাসন্তী মণ্ডল (১৬)। দিদি ও জামাইবাবুর সঙ্গে সে বাড়ি ফিরছিল কিশোরী। তবে মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে আর বাড়ি ফেরা হল না কিশোরীর। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন: এক সপ্তাহে তৈরি হচ্ছে ১টি বন্দে ভারত এক্সপ্রেস, লক্ষ্য আরও বড়, জানালেন বৈষ্ণব

জানা গিয়েছে, ওই ছাত্রী কিশোরী কাপাসিয়ার এএমআই হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। ইটাহারের চাকলাঘাট গ্রামের বাসিন্দা ওই কিশোরী। কিছুদিন আগেই সে মেলা দেখার জন্য দিদির বাড়ি গিয়েছিল। জানা গিয়েছে, ভূতনি থানা এলাকার নীলকণ্ঠ গ্রামে ওই কিশোরীর দিদির বাড়ি। গত সপ্তাহে বাসন্তী দিদির বাড়িতে মেলা দেখতে গিয়েছিল। সোমবার সন্ধ্যায় মেলা দেখে বাড়ি ফিরছিল। সেই সময় শৌচকর্ম করার ইচ্ছে প্রকাশ করে ওই কিশোরী। এরপর রেলগেটের কাছে তার জামাইবাবু বাইক থামান। রেললাইনের ধারে ফাঁকা জায়গায় শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোরী। শৌচকর্ম করে পর ফেরার পথে বন্দে ভারতের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় কিশোরীর দেহ। খবর পেয়ে সেখানে পৌঁছয় রেল পুলিশ। তারা দেহ উদ্ধার করে নিয়ে যায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃতদেহ ময়নাতনদের জন্য পাঠানো হয়েছে। 

এদিকে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কিশোরীর দিদি এবং জামাইবাবু সঙ্গে সঙ্গে ছুটে রেললাইনের দিকে যান। কিন্তু, ততক্ষণে মৃত্যু হয় কিশোরীর। মৃত কিশোরীর দিদি জানান, শৌচকর্ম করতে গিয়েছিল তার বোন। সেই সময় এমন দুর্ঘটনা ঘটেছে। ওই সময় যে ট্রেন চলে আসবে তা কেউই বুঝতে পারেননি তারা। তিনি জানান, ট্রেন অনেক দূরে ছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, বন্দে ভারতের ধাক্কায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে পশ্চিমবঙ্গে বন্দে ভারতের ধাক্কায় মৃত্যুর ঘটনা এই প্রথম। অন্যদিকে,  দুয়েক আগে বন্দে ভারতের ধাক্কায় উত্তরপ্রদেশের মৃত্যু হয়েছিল মা ও শিশু সহ তিনজনের । মীরাটের একটি লেভেল ক্রসিংয় পেরনোর সময়ে দুর্ঘটনার কবলে পড়েছিল গোটা পরিবার। কোনওভাবে রক্ষা পান মৃত মহিলার স্বামী। জানা গিয়েছে, তারা ঠেলাগাড়িতে করে যাচ্ছিলেন। গাড়ির পিছনে বসে ছিলেন ওই মহিলা ও দুই কন্যা। সেই সময় বন্দে ভারত এক্সপ্রেস সেখানে চলে এসে গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়।