Car Accident: দ্রুতগতিতে আসা জেলাশাসকের গাড়ি পিষে দিল মা-মেয়েকে, আহত আরও ২

দ্রুত গতিতে আসা একটি গাড়ি পিষে দিল দুই পথচরীকে। গাড়ি ধাক্কায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটি মধুপুরার জেলা শাসকের। ঘটনায় সময় তিনি গাড়ির মধ্যে ছিলেন কি না জানা যায়নি।

মঙ্গলবার সকালে বিহারের মধুবনী জেলার ফুলপরাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  গাড়িটি চারজন পথচারীকে ধাক্কা দেয়। পরে রাস্তার ধারে একটি রেলিং-এর ধাক্কা মারে। 

ধাক্কা দেওয়ার পরই চালক গাড়ি ফেলে পালায়। দ্বারভাঙা দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।  

(পড়তে পারেন। উত্তরকাশীতে উদ্ধারকাজে ড্রিল আনতে গিয়ে গাড়ি পড়ল খাদে, মৃত ১, সুরঙ্গ বিপর্যয়ে বিপদের পর বিপদ!)

মধুবনীর পুলিশ সুপারিন্টেডেন্ট সুশীল কুমার জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সকালে গাড়িটি খুব জোরে আসছিল। সেই সময় কয়েকজন রাস্তা পার হচ্ছিল। গাড়িটি তাদের সজোরে ধাক্কা দেয়। মৃতদের একজনের নাম গুড়িয়া দেবী (২৯) এবং আরতি কুমারী (১০)  অন্য দুজন সড়ককর্মী। তাঁরা রাজস্থানের বাসিন্দা। তাঁদের নাম রাজু সিং এবং অশোক সিং। দু’জনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। পরে তাঁদের দ্বারভাঙা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বন্ধ হয়ে যায় যান চলাচল পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।