Cyclone Michaung:সাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ডিসেম্বরের শুরুতেই লন্ডভন্ড হতে পারে রাজ্য

ভরা শীতেও দুর্যোগ রাশি যেন কাটছে না দক্ষিণবঙ্গের কপাল থেকে। গত সপ্তাহেই ঘূর্ণিঝড় মিধিলির প্রকোপ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজ্য। অল্প বিস্তর বৃষ্টি হলেও বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তার পর যখন শীতের আমেজ গায়ে মাখতে মুখিয়ে আছে বাঙালি তখন বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি হল। আর প্রাথমিক পূর্বাভাস অনুসারে এই ঝড়ের ভালো প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।

পূর্বাভাস অনুসারে আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ড উপসাগর থেকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রবেশ করবে। ক্রমশ উত্তর পশ্চিমদিকে এগিয়ে শক্তি সঞ্চয় করবে। শক্তি বাড়িয়ে ২৯ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি। এর পর সেটি ক্রমশ উত্তর দিকে এগোতে থাকবে। ২ ডিসেম্বর সেটি পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।

পূর্বাভাস মিলে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের একাংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বইতে পারে দমকা হাওয়া। ঘূর্ণিঝড়টি যথেষ্ট শক্তিশালী হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে মিগজ়াউম।

পূর্বাভাস মিলে গেলে রাজ্যে শীতকালীন চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। যার জেরে বাড়তে পারে কাঁচা সবজির বাজারদর।