Jio Cloud Laptop:জিও-র ল্যাপটপ পাওয়া যাবে মাত্র ১৫০০০ টাকায়! থাকছে কী কী ফিচার

ক্লাউড ল্যাপটপ নিয়ে কাজ শুরু করল রিলায়েন্স জিও। জিও-এর উচ্চপদস্থ আধিকারিকের তরফে জানা গিয়েছে এই খবর। খুব শিগগির দেশের বাজারে আসতে চলেছে জিও ক্লাউড ল্যাপটপ। দাম ১৫ হাজার টাকারও কম। ইজিও ক্লাউডের সমস্ত স্টোরেজ এবং প্রক্রিয়াকরণ সমেত কাজ করবে ল্যাপটপটি। একটি ডাম্ব টার্মিনাল হিসেবে কাজ করবে এই ল্যাপটপ। এর ফলে ব্যবহারকারীরা আরও দ্রুত জিওর সব পরিষেবা ব্যবহার করতে পারবে।’

(আরও পড়ুন: শীত পড়তেই বাড়বাড়ন্ত হয় হৃদরোগের! কেন? কী বলছে চিকিৎসাবিজ্ঞান)

জিও-এর উচ্চপদস্থ আধিকারিকের দাবি, ডাম্ব টার্মিনাল এমন এক জিনিস যাকে নর্মাল ল্যাপটপ হিসেবে কাজে লাগানো যায়। ল্যাপটপে সমস্ত মেমোরি, প্রসেসিং ইত্যাদির জন্য আলাদা করে অনেকটাই খরচ হয়। সেই সব খরচই এই ল্যাপটপ থুড়ি ক্লাউডে সংরক্ষণ করা যাবে। এছাড়াও পরিষেবা হবে পার্সোনালাইজড। একজন নয়, একের বেশি ব্যক্তি ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপ।

(আরও পড়ুন: বিছুটি পাতার চায়ের গুণে কবজায় থাকে সুগারও! কীভাবে বানাবেন জেনে নিন)

কোন কোন দিক থেকে জিও ল্যাপটপ একজনের কাছে জরুরি? আসুন জেনে নেওয়া যাক

  • এই মুহূর্তে একটা ল্যাপটপ কিনতে কমপক্ষে৩০ থেকে ৫০ হাজার টাকা খরচ করতে হয়। সেই জায়গায় রিলায়েন্স জিও-এর ল্যাপটপ পাওয়া যাবে ১৫ হাজার টাকায়।
  • রিলায়েন্স ইতিমধ্যেই এই বিশেষ মডেলের ল্যাপটপ বানাতে কথা বলছে বিশ্বের বিখ্যাত সংস্থাগুলির সঙ্গে। তালিকায় রয়েছে Acer, HP, Lenovo-র মতো জনপ্রিয় ল্যাপটপ নির্মাতারা। ফলে গুণমানের নিরিখেও বেশ উন্নত হবে এই ল্যাপটপ।
  • ক্লাউড পিসির জন্য এর মধ্যেই এইচপি ক্রোমবুক-এর উপর ট্রায়াল চালানো হয়েছে। সেটি জিও-র দ্বিতীয় ল্যাপটপ হতে চলেছে। প্রসঙ্গত, চলতি বছর জুলাই মাসে জিও জিওবুক ল্যাপটপ লঞ্চ করেছিল। যার দাম ১৬,৪৯৯ টাকা।
  • জিওবুক ল্যাপটপ যেখানে জিওওস অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। তবে নতুন ল্যাপটপে থাকে উইন্ডোস অপারেটিং সিস্টেমে। 
  • রিলায়েন্স এই পার্সোনাল ক্লাউড কম্পিউটারের উপরে মাসিক সাবস্ক্রিপশনও চালু করতে পারে বলে খবর। সেই সাবস্ক্রিপশনের অফার হিসেবে একাধিক বিকল্প দেওয়া হবে। যাঁরা আরও বিশেষরকমের অতিরিক্ত বৈশিষ্ট্য চাইবেন, তাঁদের এই ল্যাপটপ কিনতেএকটু বেশি খরচ হবে।