State Vs Central: রেলের কোনও কাজে সহযোগিতা করেন না মমতা, রাজ্যে এসে বলে গেলেন অশ্বিনী বৈষ্ণব

রাজ্যে রেলের প্রসারে ১২ হাজার কোটি টাকা দিয়েছেন মোদীজি। কিন্তু রাজ্য সরকার রেলকে জমি দেয় না। কোনও সাহায্য পাওয়া যায় না মুখ্যমন্ত্রীর থেকে। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় নবকলেবরে পুরুল্যা স্টেশন নির্মাণের পরিকল্পনা করতে শহরে এসে একথা বললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার সরেজমিনে পুরুল্যা স্টেশন ঘুরে দেখেন তিনি। এর পর দলের সাংসদ বিধায়কদের পুরুল্যা স্টেশনের বিস্তারিত নকসা করে রেল মন্ত্রকে জমা দিতে নির্দেশ দেন মন্ত্রী।

মঙ্গলবার অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুধু বড় বড় ভাষণ দিতেন, পশ্চিমবঙ্গে রেলকে আর্থিক বরাদ্দ দিতেন না। মোদীজি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে রেলের প্রসারে ২ দফায় প্রায় ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু মুশকিল হল, দিদিকে চিঠি লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেলেও জমি পাওয়া যায় না। কোনও কাজে সহযোগিতা করেন না দিদি।

রাজ্যে শিল্প সম্মেলন চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য শিল্পপতিদের সামনে রাজ্যের ভাবমূর্তি খারাপ করতে পারে বলে মনে করছেন অনেকে। তাদের দাবি, এদিন সম্মেলনে নিজের ভাষণে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। আবার কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি রেল প্রকল্পের মুখ্যমন্ত্রীর অসহযোগিতার অভিযোগ তুলছেন। সাধারণত শিল্পপতিরা সেই সব জায়গায় শিল্প স্থাপন করা নিরাপদ বোধ করেন যেখানে সবাই সহযোগিতার ভিত্তিতে কাজ করেন। শিল্পমহলের দাবি, কেন্দ্রের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিততে পারেন, কিন্তু শিল্পপতিদের আস্থা জিততে পারবেন না।

রাজ্যে একাধিক রেল প্রকল্প আটকে রয়েছে রাজ্যের অসহযোগিতায়। রাজ্যে অন্তত ৭টি রেল ওভারব্রিজের কাজ আটকে রয়েছে রাজ্যের সম্মতির অভাবে। রেলের নিয়ম অনুসারে রেল ওভার ব্রিজের অ্যাপ্রোচ রোড বানাতে হয় রাজ্যকে। এই মর্মে সম্প্রতি রাজ্যকে চিঠি দিয়েছিল রেল। রাজ্যের তরফে জবাবে জানানো হয়েছে, আর্থিক অনটনের কারণে অ্যাপ্রোচ রোড বানাতে পারবে না তারা। ওদিকে ট্রেনের গতি বাড়াতে ওভার ব্রিজ তৈরি একান্ত প্রয়োজন বলে জানাচ্ছেন রেল কর্তারা।

রাজনৈতিক মহলের একাংশের মতে, রেল ওভার ব্রিজে রাজ্য সরকার অ্যাপ্রোচ রোড বানালেও সেটি কেন্দ্রের প্রকল্প হিসাবেই স্বীকৃতি পায়। প্রকল্পের উদ্বোধন করেন বিজেপির নেতা – মন্ত্রীরা। যার থেকে কোনও ডিভিডেন্ট পায় না তৃণমূল। তাই রেল ওভার ব্রিজ তৈরি করতে অনীহা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।