BGBS 2023: গঙ্গাপাড়ে লন্ডন? পাল্লা দিচ্ছে কলকাতা, আশার কথা শোনালেন মমতা

বাঙালি স্বপ্ন দেখতে ভালোবাসে।

কলকাতাকে লন্ডন আর দার্জিলিংকে সুইজারল্যান্ড বানানোর কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের কথা জেনে নানা কটাক্ষ করেছিলেন বিরোধীরা। এখনও তার রেশ চলছে। তবে তার মধ্য়েই এল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। আর সেখানে আবার সেই কলকাতা আর লন্ডনের প্রসঙ্গ। 

বিজিবিএসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে প্রশংসায় ভরিয়ে দেন শিল্পপতিরা।

সম্মেলনে এবার অন্যরকম সমীকরণ। একদিকে দেখা গিয়েছে এবার বাংলার ব্র্যান্ড অ্য়াম্বাসাডর হিসাবে খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নাম ঘোষণা করেন। এরপর সময় যত এগিয়েছে ততই একের পর এক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিরাও নিরাশ করেননি মুখ্যমন্ত্রীকে। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি বাংলায় বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। 

আর লন্ডনের কথা তুলে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, নানা সামাজিক পরিকাঠামো গড়ে লন্ডনের সঙ্গে পাল্লা দিচ্ছে কলকাতা। 

গঙ্গাপাড়ের কলকাতা পাল্লা দিচ্ছে টেমসের পাড়ের লন্ডনের সঙ্গে। ভারতে থাকা ব্রিটেনের হাইকমিশনার জানিয়েছেন, অন্যান্য সুবিধার সঙ্গে এই রাজ্যের হৃদয়ও রয়েছে। এই রাজ্যের রয়েছে মেধা সম্পদের বিরাট ভান্ডার। 

এদিকে একের পর এক শিল্পপতি বাংলায় বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। জেকে গোষ্ঠী ফের বাংলায় আসার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা নিঃসন্দেহে আশার কথা। ডেয়ারি শিল্পে বিনিয়োগের কথা জানিয়েছেন তিনি। 

নারায়না হেলথের চেয়ারম্যান ডা. দেবী শেঠী জানিয়েছেন, ১০০০ বেডের একটি মাল্টি সুুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করবেন তিনি। বিনিয়োগ হবে ১০০০ কোটির বেশি। প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ১০ হাজারের বেশি কর্মসংস্থান হবে।

রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি বাংলার মুখ্য়মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী ৩-৪ বছরের মধ্যে এই রাজ্য়ে আরও ২০ হাজার কোটি বিনিয়োগ করা হবে। তিনি বলেন, আশ্বাস দিচ্ছি বাংলার শ্রীবৃদ্ধিতে চেষ্টা কোনও কসুর করবে না রিলায়েন্স।

অন্য়দিকে কালীঘাট মন্দির সংস্কারের কথা বলতে গিয়ে আম্বানি মন্দিরকে ঘিরে তাঁর আবেগের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ করছে রিলায়েন্স গোষ্ঠী। এই মন্দির যেমন দিদি আপনার হৃদয়ের কাছের তেমনি আমার ও নীতার( স্ত্রীর) মনের খুব কাছের। এই মন্দির সংস্কারের সুযোগ দেওয়ার জন্য় আপনার প্রতি আমরা কৃতজ্ঞ।

এদিকে তাজপুর বন্দর প্রসঙ্গে মমতার ঘোষণা, ‘তাজপুরে সমুদ্রবন্দর হবে। আপনারা তাতে অংশগ্রহণ করতে পারেন।

এখানেই প্রশ্ন তবে কি এবার আদানি আউট আর আম্বানি ইন?