School curriculum: স্কুলের পাঠক্রমে রামায়ণ-মহাভারত অন্তর্ভুক্ত করার প্রস্তাব, খবর অস্বীকার NCERT-র

স্কুলের পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হবে রামায়ণ-মহাভারত। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর একটি প্যানেল এই প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার এমনই খবর প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে। এই ধরনের খবরের সত্যতা অস্বীকার করল এনসিইআরটি। 

সংবাদ সংস্থা এএনআই-সহ দেশের একাধিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করে। খবরের সূত্র ছিল প্যানেলের চেয়ারম্যান, সিআই আইজ্যাকের বক্তব্য। তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, পড়ুয়াদের মধ্যে দেশাত্ববোধ জাগিয়ে তুলতে পাঠক্রমে রামায়ণ ও মহাভারত রাখার প্রস্তাব করা হয়েছে। 

 কিন্তু এনডিটিভি-কে এনসিইআরটি সূত্র দাবি করেছে, এই ধরনের কোনও কমিটিই নেই। কমিটির চেয়ারম্যান হিসাবে সিআই আইজ্যাক যা বলেছেন তা ওঁর নিজের বক্তব্য।

(পড়তে পারেন। মোবাইলে আরও শক্তি নিয়ে আসছে DND অ্য়াপ, জানালেন TRAI কর্তা, নকল গলাও ধরা পড়বে True কলারে) 

এর আগে অধ্যাপক সিআই আইজ্যাকের নেতৃত্বে সোশ্যাল সায়েয়েন্স কমিটি বর্তমান স্কুল পাঠক্রমে বেশ কিছু পরিবর্তন আনার প্রস্তার দেয়। যারা ইতিমধ্যেই ইতিহাসের পাঠক্রম চারটি বিভাগে পুনর্গঠন করা প্রস্তাব করেছে। 

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্যানেলের প্রস্তাব, ১৯ সদস্যের জাতীয় পাঠ্যক্রম এবং শিক্ষণ ও শিক্ষাদানের উপাদান কমিটিতে (এনএসটিসি) পাঠানো হয়েছে। প্রস্তাবে আরও বলা হয় সংবিধানের ‘প্রিঅ্যাম্বেল’ শ্রেণিকক্ষের দেওয়ালে লিখে রাখতে বলা হয়েছে। এনসিইআরটি এই ধরেন কোনও প্রস্তাবের কথা অস্বীকার করেছে। 

প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতির সঙ্গে সাযুয্য রেখে পাঠক্রম সংশোধনের কাজ করছে এনসিইআরটি। মনে করা হচ্ছে আগামী শিক্ষাবর্ষেই নতুন পাঠ্যুস্তক আনা হতে পারে।