Uttarkashi: উত্তরকাশীতে উদ্ধারকাজে ড্রিল আনতে গিয়ে গাড়ি পড়ল খাদে, মৃত ১, সুরঙ্গ বিপর্যয়ে বিপদের পর বিপদ!

বিপদের পর বিপদ। উত্তরকাশীতে সুরঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য় একটি ড্রিল মেশিন আনা হচ্ছিল। কিন্তু রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড সেটি নিয়ে আসছিল। কিন্তু মাঝপথেই দুর্ঘটনায় পড়ল সেই গাড়িটি। যে ট্রাকটি এই মেশিনটি নিয়ে আসছিল সেটি নরেন্দ্রনগর এলাকায় রবিবার বিকালে একটি ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। তেহরি জেলার ঘটনা। এই ঘটনায় অপারেটরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সব মিলিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি। প্রসঙ্গত উত্তরকাশীতে নির্মীয়মান সুরঙ্গ ধসে ৪০ জন শ্রমিক আটকে পড়েছিলেন। তবে পরে অন্য়ভাবে শ্রমিকদের কাছে খাবার দেওয়া হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছিল, সোমবার একটি লাইফলাইন পাইপ বসানো হবে।  যে সমস্ত ধ্বংসস্তুপ রয়েছে তা সরিয়ে এই লাইফলাইন পাইপ বসানো হবে বলে জানানো হয়েছিল। সেই পাইপ দিয়ে চাল, সবজি পাঠানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছিল। 

তবে সেই ড্রিলটি যে ট্রাক নিয়ে আসছিল সেটাই দুর্ঘটনায় পড়ে। সেখানে অপারেটরের মৃত্য়ু হয়েছে। নরেন্দ্রনগর থানার ইন চার্জ গোপাল দত্ত ভাট জানিয়েছেন, অপারেটর গৌরব কুমার মারাত্মক জখম হয়েছিলেন। পরে তার মৃত্যু হয়। বিকাল ৩টে ৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি হয়। ঘটনার খবর পেয়েই পুলিশ এলাকায় যায়। পুলিশ অত্যন্ত কষ্টে এলাকায় যায়। চালককে কোনও মতে খাদ থেকে উদ্ধার করা হয়। 

এদিকে আরএনভিএল থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, বেসরকারি ভেন্ডর নিউ শ্রীরাম বোরওয়েল এই পাইপলাইনটি খোঁড়ার বরাত পেয়েছিল। কিন্তু মাঝপথেই সমস্যা হল। দেরহাদুন থেকে উত্তরকাশিতে নিয়ে আসা হচ্ছিল ওই মেশিনটিকে। রবিবার রাস্তাতেই ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। গাড়িটির সামনে অপর একটি গাড়ি চলে এসেছিল। আর নিয়ন্ত্রণ হারিয়ে মেশিন নিয়ে সেটি খাদে পড়ে যায়। প্রায় ৫০ মিটার গিয়ে একটি ৩০ মিটার খাদে পড়ে যায়। 

এরপর চালক ও খালাসিকে কোনওরকমে উদ্ধার করা হয়। গৌরব কুমারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু মৃত্যু হয় তার। এদিকে এই মেশিন খাদে পড়ে যাওয়ার জেরে ফের বড় বিপদ হয়ে গেল।