পিটার হাসের বিরুদ্ধে অভিযোগ করলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

গত অক্টোবর মাসের শেষে বাংলাদেশের বিরোধী দলের সদস্যদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেন। বৈঠকে তিনি সরকারবিরোধী র‌্যালি করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা।

বুধবার (২২ নভেম্বর) রাতে এক এক্স (টুইট) বার্তায় তিনি অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

ওই বার্তায় মারিয়া যাখারোভা বলেন, ‘আমরা বারবার বলছি যে ‘স্বচ্ছ’ ও ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচনের অজুহাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়কে প্রভাবিত করার চেষ্টা করছে।’

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ও পিটার হাসের গতিবিধি নিয়ে সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতারা উষ্মা প্রকাশ করছেন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্তকারীদের ওপর যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগের ঘোষণা দিলে এ নিয়ে সরকার ও বিরোধী দলগুলো একদিকে যেমন পরস্পরকে দোষারোপ করে, একইসঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগও ওঠে। 

যুক্তরাষ্ট্রের হয়ে সংলাপের প্রস্তাব নিয়ে পিটার হাস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করলেও সরকার জানিয়েছে, সংলাপের সুযোগ নেই, সময়ও হাতে নেই। বিএনপি যুক্তরাষ্ট্রের ইন্ধনে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে বলেও বিভিন্ন সময় অভিযোগ করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। 

আরও পড়ুন- 

মার্কিন দূতাবাসের দাবি: স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘ঢাকার প্রবেশপথ বন্ধ’ বিষয়ে জানতে চাননি পিটার হাস

সাংবাদিকদের কাছে জানতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এমন প্রশ্ন করতে পারেন কি?

পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যে ব্যাখ্যা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোনও দলকে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: পিটার হাস

পিটার হাস বিএনপির নিরাপত্তা সম্পাদক হিসেবে যোগদান করেছেন: হুইপ স্বপন