২০ ওভারের আগেই শেষ ওয়ানডে ম্যাচ! প্রতিপক্ষকে ফুঁ দিয়ে উড়িয়ে দিল বাংলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমিতে (Sharad Pawar Cricket Academy BKC, Mumbai), বাংলা মুখোমুখি হয়েছিল নাগাল্যান্ডের (Bengal vs Nagaland, Vijay Hazare Trophy 2023)। দুরন্ত জয়েই বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করল সুদীপ ঘরামির (Sudip Kumar Gharami) বঙ্গব্রিগেড। বৃহস্পতিবার সুদীপরা কুড়ি ওভারের আগেই শেষ করে দিলেন পঞ্চাশ ওভারের খেলা। বাংলা নয় উইকেটে হারাল নাগাল্য়ান্ডকে।

আরও পড়ুন: Cristiano Ronaldo: ‘রোনাল্ডোর ডায়েট নাসার বিজ্ঞানীদের তৈরি’! জানেন শুধুই রামিজ, দেখুন একবার ভিডিয়ো

এদিন টস জিতে সুদীপ ব্যাট করতে পাঠিয়ে ছিলেন রংসেন জোনাথনের দলকে। নাগাল্যান্ড প্রথমে ব্যাট করে, ৪৬.৭ ওভারে ১৩৯ রানে গুটিয়ে গেল। বাংলার আগুনে বোলিংয়ের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে নাগাল্য়ান্ড। চরম ব্য়াটিং ভরাডুবিতেও উল্লেখযোগ্য় অবদান ওপেনার জোশুয়া ওজুকুম (৫২ বলে ২৯) ও সুমিত কুমারের (৬৯ বলে ৩৬)। দলের ছয় ব্যাটার এদিন দশ রানের মধ্য়েই ডাগআউটে ফিরেছেন। বাংলার হয়ে বল হাতে জ্বলে উঠলেন সক্ষম চৌধুরী। সাত ওভার বল করে ২৩ রান দিয়ে তুলে নিলেন তিন উইকেট। দু’টি করে উইকেট আকাশ দীপ ও করণ লালের। একটি করে উইকেট ঈশাণ পোড়েল, শাহবাজ আহমেদ ও প্রদীপ্ত প্রামাণিকের। 

বাংলা এই রান তাড়া করতে নেমে ১৮৭ বল হাতে রেখে নয় উইকেটে ম্য়াচ হেসেখেলে জিতে যায়। ১৮.৫ ওভারের মধ্য়ে সুদীপরা খেলা শেষ করে দিলেন। অভিমন্যু ঈশ্বরণ ও অভিষেক পোড়েল ওপেন করতে নেমেছিলেন। অভিষেক ৮ বলে ১৪ রান করে ফিরে যান। যদিও এতে বাংলার বিন্দুমাত্র সমস্য়া হয়নি। তিনে নেমে অধিনায়ক সুদীপ ও অভিমন্যুর যুগলবন্দিতে ম্যাচ বেরিয়ে আসে। ৬৩ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন অভিমন্য়ু। সুদীপ অপরাজিত ছিলেন ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলে।

আরও পড়ুন: Mohammed Shami: ‘আমার অভিশাপও কাজ করতে…’! হাসিনের আগুনে পোস্ট, কাকে পোড়ানোর ইঙ্গিত?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)