Suvendu Adhikari: মুসলমান ভোট না দিলে আপনার বাপের সাধ্যি ছিল না মুখ্যমন্ত্রী হন, জয়নগরে শুভেন্দু

মুসলিমদের ভোট ছাড়া মুখ্যমন্ত্রী হওয়া আপনার বাপের সাধ্যি ছিল না। সেই মুসলমানদের এই প্রতিদান দিলেন আপনি। বৃহস্পতিবার তৃণমূলি সন্ত্রাস কবলিত দক্ষিণ ২৪ পরগনার দলুয়াখাকিতে পৌঁছে একথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূলকে ভোট দেয় না বলে এদের ওপর হামলা হয়েছে। বগটুইয়ের মতো পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে দলুয়াখাকিতে।

এদিন দলুয়াখাকি গ্রামে গিয়ে দুর্গত পরিবারগুলিকে ত্রাণ বিলি করেন শুভেন্দু। এর পর তিনি সাংবাদিকদের বলেন, ‘দিল্লি যাওয়ার আগে জয়নগরে একবার ঘুরে যান না। যে মুসলমানরা আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে। আপনি বগটুইতে পুড়িয়েছেন মুসলমানদের আর এখানে মুসলমানদের বাড়ি পুড়িয়েছেন। মুসলমান ভোট না দিলে আপনার বাপের চোদ্দ পুরুষের সাধ্যি ছিল না আপনি মুখ্যমন্ত্রী হন। আর মুসলমানদের আপনি প্রতিদান দিয়েছেন এই করে’?

গত ১৩ নভেম্বর ভোরে দলুয়াখাকিতে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর। তার কয়েক ঘণ্টার মধ্যে গ্রামের একের পর এক সিপিএম সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও লুঠপাট করে আগুন জ্বালিয়ে দেয় তৃণমূলি গুন্ডারা।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘বগটুইয়ের মতোই যে পরিকল্পনা করে হামলা হয়েছে তা স্পষ্ট। নইলে পেট্রল আর হাতুড়ি এল কোথা থেকে?