Death in Myanmar: মায়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় মৃত ৮ শিশুসহ ১১, তীব্র নিন্দা রাষ্ট্রসংঘের

মায়ানমারে আবারও সেনাবাহিনীর বিমান হালায় মৃত্যু হল সাধারণ নাগরিকের। শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার মায়ানমারের চিন প্রদেশের মাতুপি টাউনশিপের ওয়াই লু গ্রামে বিমান হামলা চালায় সেনাবাহিনী। এই হামলায় ধর্মীয় স্থান, স্কুল থেকে শুরু করে বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মৃত শিশুদের মধ্যে রয়েছে ৬ নাবলক এবং দুই নাবালিকা। এছাড়া মৃতদের মধ্যে এক শিক্ষকও রয়েছেন। পাশাপাশি আরও ৪ মহিলা আহত হয়েছেন। সেনাবাহিনীর এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে মাতুপি টাউনশিপ প্রশাসন এবং রাষ্ট্রসংঘ।

আরও পড়ুন: মায়ানমারের প্রাক্তন নেত্রী সুকির পাঁচ অপরাধ ক্ষমা করল জুনটা, এবার মুক্তি মিলবে?

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আচমকা হামলা চালায় সেনাবাহিনীর দুটি বিমান। সেখানে একটি ভবনকে অস্থায়ী স্কুল হিসেবে চালানো হত। সেই স্কুলটিও উড়িয়ে দেওয়া হয়েছে বিমান হামলায়। মাতুপি টাউনশিপ প্রশাসনের দাবি, সেনা বাহিনী সাধারণ নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালিয়েছে। বিমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা করেছে প্রশাসন। এই ঘটনার পরে ই জরুরী ভিত্তিতে সেখানে উদ্ধার কাজ চালানো হয় বলে মাতুপি প্রশাসনের তরফে জানানো হয়েছে। ওয়াই লু গ্রামটি মাতুপি টাউনশিপ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে সরকার বিরোধী বাহিনী এবং মায়ানমারের সেনাবাহিনীর মধ্যে কোনও সংঘর্ষ হয়নি। ফলে আমজনতাকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবেই এই হামলা চালানো হয়েছিল বলে মাতুপি প্রশাসন অভিযোগ তুলেছে।

সাধারণত, ওয়াই লু হল একটি প্রত্যন্ত এলাকা। সেখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। মতুপি থেকে সেখানে যেতে দুদিন সময় লেগে যায়। তাছাড়া ওই গ্রামে কোনও টেলি যোগাযোগ ব্যবস্থাও নেই। এই অবস্থায় সেখানে উদ্ধার কাজ শুরু করতে দেরি হয়। প্রসঙ্গত, গৃহযুদ্ধে নাজেহাল অবস্থা মায়ানমারের। ২০২১ সালে সেনা অভ্যুত্থান হয় মায়ানমারে। জান্তা সরকার অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মায়ানমারের ক্ষমতা দখল করে। তারপর থেকেই বিরোধী এবং সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করতে মায়ানয়মারের লাগাতার হামলা চালাচ্ছে জান্তা সরকারের সেনাবাহিনী। চিন প্রদেশে সক্রিয় জান্তা বিরোধী। যারফলে মৃত্যু হচ্ছে সাধারণ নাগরিকের। ২০২৩ সালের মার্চ মাসে চিন প্রদেশের থানলাং টাউনশিপের কোয়ার্ফো গ্রামে মায়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় দুই শিশুসহ ৮জন মানুষ নিহত হয়েছিলেন। এপ্রিল মাসে চিন প্রদেশের ফালাম টাউনশিপের ওয়াইবুলা শহরে সেনাবাহিনীর বিমান হামলায় আরও ৯জন নাগরিক নিহত এবং ৪জন গুরুতর আহত হয়েছিলেন।