Indian Cricketer Rohit Sharma And Virat Kohli Can Play T20 World Cup 2024 If They Want BCCI Source

মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে যে রোহিত শর্মা (Rohit Sharma) নাকি টি-টোয়েন্টি (T20 International Cricket) ফর্ম্য়াট থেকে সরে দাঁড়াচ্ছেন। গত এক বছরের ওপরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর দেখা যায়নি হিটম্যানকে। আজ থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না রোহিত। এমনকী বিরাট কোহলিও বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে খেলেননি এর আগে। তবে কি ভারতীয় দলের ২ সিনিয়র ক্রিকেটারকে আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফর্ম্যাটে দেশের জার্সিতে দেখা যাবে না? এখনও পর্যন্ত অফিশিয়াল কোনও বিবৃতি না পাওয়া গেলেও তরুণ ক্রিকেট দলকে নিয়েই যে টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ভাবা হচ্ছে, তা একপ্রকার পরিষ্কার। তবে বিরাট, রোহিতরাও খেলতে পারেন আগামী মরসুমে টি-টোয়েন্টি বিশ্বকাপে, তবে একটা শর্ত রয়েছে।

বিশ্বকাপে হারের পর থেকেই এই প্রশ্নটা বারবার চারিদিকে শোনা যাচ্ছে যে রোহিত, বিরাটের সাদা বলের ফর্ম্যাটে কি আর দেখা যাবে? গত বছর নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর থেকেই এই ২ সিনিয়র ব্যাটারকে আর দেখতে পাওয়া যায়নি। কোনও দ্বিপাক্ষিক সিরিজও খেলেননি তাঁরা। বোর্ডে সূত্রে জানানো হয়েছিল যে নতুনদের নিয়ে ভাবতে চাইছে বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। আর তার জন্যই রোহিত ও বিরাটকে টি-টোয়েন্টির জন্য় ভাবা হচ্ছে না। তবে এখানও গল্পে নতুন মোড় এসেছে। তা হল বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় প্রথম দুটো স্থানে রয়েছেন বিরাট ও রোহিত। আর তারপরই বোর্ড সূত্রে জানানো হয়েছে যে, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ২ সিনিয়র ব্যাটার চান তবে তাঁরা খেলতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন যে, ”আমরা কোনও ভাবেই ওয়ান ডে বিশ্বকাপের সেরা ২ ব্যাটারকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে রাতারাতি সরিয়ে দিতে পারি না। আমরা ওদের সঙ্গে কথা বলব। যদি বিরাট ও রোহিত নিজেরা আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান, তবে তাঁরা অবশ্যই খেলতে পারেন।”

উল্লেখ্য, রোহিত নিজেই নিজেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে সরিয়ে রেখেছেন। তিনি এই বিষয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও কথা বলেছেন বলে বিসিসিআই সূত্র মারফৎ জানা যায়। উক্ত বিসিসিআই কর্তা পিটিআইকে নাম গোপন রাখার শর্তে বলেন, ‘এটা তো নতুন কিছু নয়। রোহিত বিগত এক বছরে টি-টোয়েন্টি খেলেইনি, কারণ ও ওয়ান ডে বিশ্বকাপের দিকে নজর রেখেছিল। নির্বাচকপ্রধান অজিত আগরকরের সঙ্গে এই বিষয়ে ওর গভীর আলোচনাও হয়েছে। ও নিজেই নিজেকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে রেখেছে। গোটা সিদ্ধান্তটাই রোহিতের ব্য়ক্তিগত।’