Team India Coach Rahul Dravid Keen To Continue VVS Laxman May Take Over Indian Cricket Team Sources

মুম্বই: বিশ্বকাপ ফাইনালের দিনই ম্যাচ শেষে তাঁর দিকে সাংবাদিকদের প্রশ্নবান উড়ে এসেছিল যে তিনি আদৌ পরের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) পর্যন্ত কোচের পদে থাকবেন কি না। তবে তিনি সেদিন উত্তর দেননি। বলেছিলেন যে এখনও কিছু ভাবছেন না সেই সব নিয়ে। তবে ফাইনাল শেষ হওয়ার ৪ দিনের মাথাতেই এক সূত্রের খবর যে আর হয়ত রোহিত, বিরাটদের কোচের হটসিটে দেখা যাবে না রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। তিনি নাকি বোর্ডের সঙ্গে এই বিষয় কথাও বলেছেন যে আর ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে থাকতে চান না তিনি। ২ বছরের চুক্তি তাঁর শেষ হয়েছে গত ওয়ান ডে বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। এরপরই নাকি ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল সিদ্ধান্ত নিয়েছে যে চুক্তির নবীকরণ আর করবেন না।

বোর্ড সূত্রে খবর, রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে পারেন ভিভি এস লক্ষ্মণ। এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান লক্ষ্মণ। এছাড়াও আজ থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজেও কোচের দায়িত্ব দেখা যাবে লক্ষ্মণকে। এর আগেও কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে জাতীয় দলের কোচের দায়িত্বে মাঝে মাঝেই দেখা গিয়েছে লক্ষ্মণকে। এবার হয়ত পূর্ণাঙ্গ সময়ের জন্যই রোহিত, বিরাটদের হেডকোচ হিসেবে দেখা যাবে এই প্রাক্তন ভারতীয় ব্যাটারকে। রাহুল হয়ত এনসিএর ডিরেক্টর পদে আসবেন। তবে এখনই কোনও কিছুই চূড়ান্তভাবে জানানো হয়নি। 

উল্লেখ্য়, দুরন্ত পারফর্ম করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ হাতছাড়া করেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিশ্বকাপের পর থেকেই ৩৬-এর রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী রোহিত আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না। বিসিসিআই সূত্রে খবর বিশ্বকাপ শুরুর আগেই ‘হিটম্যান’ নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে বোর্ডের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলেছেন।

রোহিত নিজেই নিজেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে সরিয়ে রেখেছেন। তিনি এই বিষয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও কথা বলেছেন বলে বিসিসিআই সূত্র মারফৎ জানা যায়। উক্ত বিসিসিআই কর্তা পিটিআইকে নাম গোপন রাখার শর্তে বলেন, ‘এটা তো নতুন কিছু নয়। রোহিত বিগত এক বছরে টি-টোয়েন্টি খেলেইনি, কারণ ও ওয়ান ডে বিশ্বকাপের দিকে নজর রেখেছিল। নির্বাচকপ্রধান অজিত আগরকরের সঙ্গে এই বিষয়ে ওর গভীর আলোচনাও হয়েছে। ও নিজেই নিজেকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে রেখেছে। গোটা সিদ্ধান্তটাই রোহিতের ব্য়ক্তিগত।’