TMC পার্টি অফিসে বসে সরকারি জমি বিক্রি করে দিলেন TMC নেতা, শোরগোল শক্তিগড়ে

চাকরি, কয়লা, বালির পর এবার তৃণমূলের বিরুদ্ধে সরকারি জমি বিক্রির অভিযোগ। অভিযোগ পূর্ব বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কের পাশে জলের দরে সরকারি জমি বিক্রি করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা। শুধু তাই নয়, লেনদেন হয়েছে তৃণমূল পার্টি অফিসে। সেখানে শুরু হয়েছে নির্মাণকাজ। বুধবার ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করেন জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি বলেন, যে করে হোক এই বেআইনি কাজ রুখব।

সম্প্রতি শক্তিগড়ে জাতীয় সড়কের পাশে সরকারি জমিতে ছোট বাড়ি নির্মাণ হতে দেখা যায়। বাড়ির মালিকদের কাছ থেকে জানা যায়, বছর দুয়েক আগে স্থানীয় পার্টি অফিসে বসে ওই জমি বিক্রি করেছেন রাজু নামে স্থানীয় এক তৃণমূল নেতা। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে তৎপর হয় ভূমি ও ভূমিরাজস্ব দফতর। বুধবার সেখানে যান জেলা পরিষদের সভাধিপতি ও ভূমিরাজস্ব দফতরের আধিকারিকরা। সেখানে নির্মাণকাজ বন্ধ করেন তাঁরা।

শ্যামাপ্রসন্নবাবু বলেন, ‘আমরা কোনও ভাবেই এই বেআইনি কাজ করতে দেব না। ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সরকারি জমি থেকে সমস্ত জবরদখল উচ্ছেদ করা হবে।’

পালটা জেলা বিজেপির মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল মানেই চুরি। এরা সরকারি জমিকেও ছাড়ছে না। যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই। আর ২০২৪ সালের ভোটে মানুষ তৃণমূলকে বুঝিয়ে দেবে।’

পালটা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘তৃণমূল দুর্নীতির বিরুদ্ধে। তাই জেলা পরিষদের সভাধিপতি নিজে ওই জায়গায় গিয়েছে। বিরোধীদের কাছে কোনও ইস্যু নেই। তাই এসব নিয়ে চিৎকার করছে।’