বাংলারব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভকে নিয়ে কী পরিকল্পনা? জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যাকে বাংলার ব্রান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সম্মেলনের পর বৃহস্পতিবার নবান্নে ‘ফলো আপ’ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই তিনি জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তাঁর পরিকল্পনার কথা।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ১০-১২টি ভিডিয়ো তৈরি হবে। সেই ভিডিয়ো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিয়ে প্রচার করা হবে। সরকারের বিভিন্ন দফতরের কাজকর্ম দিয়ে এই প্রচার হবে। এছাড়া বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচারের ভিডিয়োতেও তাঁকে রাখা যেতে পারে।

নবান্ন সভাঘরে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি ও কেন্দ্রীয় সরকার নানা ভাবে আমাদের বিরুদ্ধে অপ্রচার করছে। তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে।’

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সে কারণেই আমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছি।’

প্রসঙ্গত, এর আগে বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

(পড়তে পারেন। রাজনীতিতে নতুন ইনিংস শুরু ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুংয়ের, যোগ দিলেন কোন দলে?) 

তবে শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয়, বাংলায় লগ্নি করছেন সৌরভ। শালবানিতে একটি ইস্পাত কারখানায় তিনি বিনিয়োগ করছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে তিনি এই বিনিয়োগের বিষয়ে জানান। সম্মেলনের মাঝেও সাংবাদিকদের জানান কারখানার কাজ শুরু হয়েছে। তিনি আশাবাদী দ্রুত এই কাজ শেষ হবে।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর বিভিন্ন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। এই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই তাঁকে দিয়েই বিভিন্ন দফতরের প্রচার করার পরিকল্পনা নিয়েছেন তিনি।