Afghanistan Cricketer Rashid Khan Undergoes Lower-back Surgery, Know In Dcetails

কাবুল: বিশ্বকাপের (ODI World Cup) মঞ্চে হইচই ফেলে দিয়েছিলেন তাঁরা। গ্রুপ পর্বে ৪ ম্যাচ জিতে আট পয়েন্টে শেষ করেছিল আফগানিস্তান (Afghanistan)। অল্পের জন্য সেমিফাইনালের টিকিট পায়নি। আর টুর্নামেন্টে আফগানিস্তানের হয়ে প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারকা স্পিনার রশিদ খান (Rashid Khan)। টুর্নামেন্ট চলাকালীনই তাঁর চোট ছিল। পিঠের সেই চোট নিয়েই দেশের হয়ে লড়েছেন রশিদ। তবে বিশ্বকাপের পরই অস্ত্রোপচার করাতে হল তাঁকে। আপাতত বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হবে আফগান স্পিনারকে।

সদ্যসমাপ্ত বিশ্বকাপে নয় ম্য়াচে চারটিতে জিতেছিল আফগানিস্তান। তিন বিশ্বচ্যাম্পিয়ন দলের পাশাপাশি নেদারল্যান্ডসকেও হারিয়েছেন আফগানরা। তবে লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ম্যাচে খেলতে পারেননি রশিদ। পিঠের ব্যথায় সেই থেকেই কাবু ছিলেন তিনি।                                                

এবার বিশ্বকাপ শেষ হতেই তাই চিকিৎসকের পরামর্শ মতো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পিঠে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এখন কেমন আছেন আফগান লেগস্পিনার? জানিয়ে দিয়েছেন নিজেই। হাসপাতালের বিছানায় শুয়ে ‘থাম্বস আপ’ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, অস্ত্রোপচার সফল। ক্যাপশনে রশিদ লিখেছেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। সব ভালোভাবেই মিটেছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।’                         

 

তবে আসন্ন বিগ ব্যাশ লিগে খেলতে পারবেন না তিনি। বিগ ব্যাশ লিগেও যা বড় ধাক্কা। কিছুদিন আগে ইংরেজ তারকা হ্যারি ব্রুক বিগ ব্যাশ লিগ থেকে নাম প্রত্যাহার করেছেন। আর এবার রশিদ অস্ত্রোপচারের কারণে নাম প্রত্যাহার করলেন।                            

আরও পড়ুন: অপয়া মোদির জন্যই কাপ ফাইনালে হার, তোপ রাহুলের, কী বললেন শামি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।