‘Left Baggage Of Captaincy In Dressing Room,’ Says Suryakumar After Win Over Australia Get To Know

বিশাখাপত্তনম: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি (T20 Cricket) ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। যদিও সেটি নো বল হওয়ায়, আর ভারতের মাত্র ১ রান দরকার হওয়ায়, সেই ছক্কাটি আর গণনা করা হয়নি। তবে ছেলেদের পারফরম্যান্সে বেজায় খুশি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে ডানহাতি ব্যাটারই চলতি সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ম্যাচ জয়ের পর ভারতের নতুন টি ২০ অধিনায়ক জানাচ্ছেন, “ছেলেদের জন্য খুব খুশি আমি। ওরা দারুণ পারফর্ম করেছে। ওদের আত্মবিশ্বাসটাই অন্য পর্যায় ছিল। একটা দলগত সাফল্য এটা। আমি ভীষণ গর্বিত ছেলেদের জন্য। যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলাম তখন থেকে স্বপ্ন ছিল দেশের হয়ে খেলব। কিন্তু দেশের হয়ে অধিনায়কত্ব করার অনুভূতি একদম আলাদা। নিজেকে সৌভাগ্যবান মনে করি আমি।”

টি২০ ফর্ম্যাটের এক নম্বর ব্যাটার আরও বলেন, “এই মাঠ ছোট। আমি জানতাম রান তোলা খুব একটা সমস্যা হবে না। ভেবেছিলাম ওরা ২২৫-২৩০ বোর্ডে তুলবে হয়ত। তবে ১৬ ওভারের পর আমাদের বোলাররা যেভাবে ওদের রান তোলার গতি কমিয়ে দিয়েছে তার প্রশংসা করতেই হয়।” ক্যাপ্টেন্সির বাড়তি দায়িত্ব, চাপ লাগছিল? সূর্য বলছেন, “ক্যাপ্টেন্সির চাপ নিতেই চাইনি। ওটা ড্রেসিংরুমে রেখে এসেছিলাম। শুধু চেয়েছিল নিজের ব্যাটিং উপভোগ করতে। ঈশানকেও বলেছিলাম যে ব্যাটিংটা উপভোগ করতে। গ্যালারির সমর্থনও দুর্দান্ত ছিল। স্নায়ুর চাপ সামলে যেভাবে রিঙ্কু ম্যাচটা শেষ করল, তা অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বিশ্বকাপে সদ্য অস্ট্রেলিয়াদের কাছে পরাজিত হতে হয়েছিল, টি-২০ সিরিজে প্রথম ম্যাচ জিতে যেন সেই ক্ষততে কিছুটা প্রলেপ। সূর্যকুমার যাদব এবং ঈশান কিশাণের ঝোড়ো ব্যাটিং এবং শেষে রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে টি-২০ সিরিজের  প্রথম ম্যাচে জয় পেল ভারত। যদিও শেষ বল অবধি জারি ছিল টেনশন। তবে শেষ হাসি হাসল সূর্য-ব্রিগেড।        

এদিন ২০৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছিল ভারতের সামনে। যদিও শুরুতে রুতুরাজ, যশস্বী আউট হয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যায় ভারত। ২৫ রানে ২ উইকেট থেকে ম্যাচের হাল ধরেন ঈশান কিশাণ এবং সূর্যকুমার যাদব। চার-ছয়ের বন্যায় ম্যাচ ভারতের দিকে নিয়ে যান এই দুই ব্যাটার। তবে ৩৯ বলে ৫৮ করে আউট হন ঈশান। এরপর ছয় হাঁকিয়ে অর্ধশতরান করেন সূর্যকুমারও। সেই সময় সঙ্গী ছিলেন তিলক বর্মা। যদিও ১০ বলে ১২ করে সাজঘরে ফিরে যান তিনিও। 

গোটা ইনিংসে মারমুখী ব্যাটিং করলেও ৮০ রানে প্যাভেলিয়নে ফেরেন সূর্যকুমার। যদিও কেকেআর তারকা রিঙ্কু সিং ক্রিজে থাকায় ম্যাচ ফিনিশারের কাজটি তিনিই করে দেন। ১৪ বলে ২২ রানে অপরাজিত থেকে একেবারে ধোনি স্টাইলে শেষ বলে ছয় হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেন রিঙ্কু। যদিও ১ বলে ১ রান বাকি ছিল। তবে শেষ বলটি নো বল- হওয়ায় রিঙ্কু ছয় কাউন্ট না হলেও ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।  বৃহস্পতিবার ২ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ৪২ বলে ৮০ রান করে ম্যাচের সেরা হলেন সূর্যকুমার যাদব।