Rohit Sharma’s Daughter Samaira’s Adorable Video Going Viral Get To Know

মুম্বই: বিশ্বকাপ শুরুর আগে রোহিত শর্মা (Rohit Sharma) এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে স্কোর, নিজের রেকর্ড কোনও কিছুই তিনি দেখতে চাইছেন না। এক ও একমাত্র লক্ষ্য তাঁর বিশ্বকাপ জেতা। অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন গোটা টুর্নামেন্টে। সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানেও ছিলেন। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে হট ফেভারিট ছিলেন রোহিত ব্রিগেড। কিন্তু তীরে এসে তরী ডোবে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর রোহিতের চোখ মুখের অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়েছিল। তিনি যে কতটা ভেঙে পড়েছিলেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। নিয়মমাফিক সবার সঙ্গে হাত মেলাতে মেলাতে সোজা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ঢুকে পড়েন হিটম্য়ান। চোখ ছলছলে, গলার কাছে দলা পাকানো কষ্ট। হিটম্যানের সেদিনের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য অনেককেই আবেগপ্রবণ করে দিয়েছিল। এরপর পেরিয়ে গিয়েছে ৫ দিন। কেমন আছেন রোহিত? হিটম্য়ানের সমর্থকদের জন্য় একটা খুশির খবর দিয়েছে স্বয়ং রোহিতের ছোট্ট মেয়ে সামাইরা। 

একটি ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দ্রুত। সেখানে দেখা যাচ্ছে যে ছোট্ট সামাইরা মায়ের সঙ্গে  ছিলেন। অর্থাৎ রোহিতের স্ত্রী রীতিকা ছিলেন। সেখানেই একজন সামাইরাকে প্রশ্ন করেছিলেন যে ”তোমার বাবা কোথায়?”ছোট্ট সামাইরা উত্তরে বলেন, ”বাবা এখন রুমে রয়েছেন। অনেকটাই ইতিবাচক রয়েছেন তিনি। আগামী একমাসের মধ্যেই ফের হাসিখুশি দেখা যাবে তাঁকে।” উল্লেখ্য, অধিনায়ক হিসেবে রোহিত শর্মার হয়ত এটাই শেষ ওয়ান ডে বিশ্বকাপ ছিল। টুর্নামেন্টে ১১ ইনিংসে ৫৯৭ রান করেছিলেন হিটম্যান। বিরাট কোহলির পর তিনিই দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। 

 

বিশ্বকাপে হারের পর থেকেই এই প্রশ্নটা বারবার চারিদিকে শোনা যাচ্ছে যে রোহিত, বিরাটের সাদা বলের ফর্ম্যাটে কি আর দেখা যাবে? গত বছর নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর থেকেই এই ২ সিনিয়র ব্যাটারকে আর দেখতে পাওয়া যায়নি। কোনও দ্বিপাক্ষিক সিরিজও খেলেননি তাঁরা। বোর্ডে সূত্রে জানানো হয়েছিল যে নতুনদের নিয়ে ভাবতে চাইছে বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। আর তার জন্যই রোহিত ও বিরাটকে টি-টোয়েন্টির জন্য় ভাবা হচ্ছে না। তবে এখানও গল্পে নতুন মোড় এসেছে। তা হল বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় প্রথম দুটো স্থানে রয়েছেন বিরাট ও রোহিত। আর তারপরই বোর্ড সূত্রে জানানো হয়েছে যে, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ২ সিনিয়র ব্যাটার চান তবে তাঁরা খেলতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন যে, ”আমরা কোনও ভাবেই ওয়ান ডে বিশ্বকাপের সেরা ২ ব্যাটারকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে রাতারাতি সরিয়ে দিতে পারি না। আমরা ওদের সঙ্গে কথা বলব। যদি বিরাট ও রোহিত নিজেরা আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান, তবে তাঁরা অবশ্যই খেলতে পারেন।”