Sukanta Majumder: মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দ্বিচারিতায় ভরা মানুষ জীবনে দেখিনি: সুকান্ত

হাইকোর্ট থেকে কলকাতার ডরিনা ক্রসিংয়ে সভার অনুমতি আদায় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার বিধানসভার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দ্বিচারিতায় ভরা মানুষ জীবনে দেখিনি।

সুকান্তবাবু বলেন, ‘রাজনীতিবিদ তো ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দ্বিচারিতা করতে আমি জীবনে আর কোনও মানুষকে দেখিনি। যিনি দিল্লিতে গিয়ে বলেন, মোদীজি ফ্যাসিজিম কায়েম করে রেখেছেন আর কলকাতায় ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে শুধু উনিই সভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতায় ভরা নীতি আরও একবার হাইকোর্টের সামনে পরিষ্কার হয়ে গেল।

হাইকোর্ট পরিষ্কার বলেছে, বিজেপির সভা করার অনুমতি দেব না একটাই শর্তে। ওখানে ২১ জুলাই কেন, আর কোনও রাজনৈতিক সভা হবে না। পুলিশ তখন পিছিয়ে গিয়েছে। ২১ জুলাই তো বন্ধ করার ক্ষমতা নেই এই দলদাস পুলিশের’।

আদালতের প্রতি আস্থা জানিয়ে বালুরঘাটের সাংসদ বলেন, ‘আদালত আছে বলে পশ্চিমবঙ্গে গণতন্ত্রটা অবশিষ্ট রয়েছে। আদালত না থাকলে সেটুকুও থাকত না’।

শুক্রবার অমিত শাহের সভার অনুমতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, শাহের সভার অনুমতি না দেওয়া হলে তৃণমূলের ২১ জুলাইয়ের সভার ওপর নিষেধাজ্ঞা জারি করবে আদালত। এর পরই কার্যত রণে ভঙ্গ দেন নব নিযুক্ত অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। আদালতের নির্দেশে আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় অমিত শাহের সভা হচ্ছে। তবে এব্যাপারে রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারে আশঙ্কায় শুক্রবারই ক্যাভিয়েট দাখিল করেছে বিজেপি।