ডিসেম্বরে ৪ দিনের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি শুরু

ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে এ বিষয়ে কোনও নির্দেশ পাঠানো হয়নি। তবে বিভিন্ন স্তর থেকে বার্তা আসায় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ যাওয়া নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সামনে চব্বিশের লোকসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও প্রশাসনিক সূত্রের খবর, বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম থেকে শুরু করে ব্যক্তিগত কাজে তিনি ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন।

আরও পড়ুন: আর কত নীচে নামবেন? BJP বিধায়কদের গ্রেফতারির হুমকি দেওয়ায় মমতাকে প্রশ্ন দিলীপের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ ডিসেম্বর উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে চার দিনের সফর করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে যেতে পারেন। এরমধ্যে ২ দিন কর্শিয়াং শহরে ব্যক্তিগত অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সেখানে একটি স্কুলের মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান যোগ দেবেন। এরপর বিভিন্ন ব্লকে মানুষকে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করতে পারেন। পাশাপাশি তিস্তা বিপর্যয়ের পর কালিম্পংয়ের মানুষদের জন্য বিশেষ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। পরে তিনি কলকাতায় ফিরতে পারেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে যে সরকারি এবং ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে পারেন সেবিষয়ে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা অধিকর্তা এখনও কোনও নির্দেশ পাঠাননি। তবে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সরকারি অতিথি নিবাস, সার্কিট হাউস বা বেসরকারি কোনও জায়গায় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এর জন্য ইতিমধ্যেই অতিথি নিবাস থেকে শুরু করে হোটেল বুকিং শুরু হয়ে গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী কোথায় থাকবেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। 

প্রসঙ্গত, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি আসনে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দল। সেখানে সবকটি আসন বিজেপির দখলে রয়েছে। সে ক্ষেত্রে আলাদা রাজ্য এবং ভাষার স্বীকৃতি দাবিও জোরদার হয়েছে বিভিন্ন সময়ে  এই অবস্থায় উত্তরবঙ্গবাসীর কাছে নিজের দলের ভূমিকা তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন গত জুন মাসে।