ভারত বিদ্বেষী মন্তব্য, বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করল রায়গঞ্জও

বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রায়গঞ্জের হোটেল মালিকরা। ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের হারার পর একাংশের বাংলাদেশি নাগরিক সমাজমাধ্যমে ভারতবিদ্বেষী মন্তব্য জারি রেখেছে। এরই প্রতিবাদে হোটেল মালিকদের এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, এর আগে দার্জিলিং-এর হোটেল মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার একই পথে হাঁটল রায়গঞ্জের একাধিক বড় হোটেল। শনিবার উত্তর দিনাজপুরের বড় হোটেলগুলির পক্ষে থেকে এই ঘোষণার কথা জানানো হয়েছে।

হোটেল মালিকদের বক্তব্য, বিশ্বকাপে ফাইনালের ফল নিয়ে বাংলাদেশিরা যে ভাবে ভারত বিরোধী আচারণ করছে তা অত্যন্ত বেদনাদায়ক। তাঁরা জানিয়েছেন, বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। তাই এই ধরনের আচারণ অপ্রত্যাশিত। এই প্রতিবাদে তাঁরা বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁদের দাবি, বাংলাদেশি নাগরিকেরা যতদিন পর্যন্ত এ ধরনের আচারণ নিয়ে ক্ষমা চাইবেন ততদিন বাংলাদেশিদের কোনও ঘর দেওয়া যাবে না। হোটেল মালিকদের কথায়, ‘এর জন্য ব্যবসায় আমাদের ক্ষতি হয় হোক।’

রায়গঞ্জে বিশিষ্ট হোটেল ব্যবসায়ী অরিন্দম সিংহ রায় সংবাদমাধ্যমকে বলেন,’সবার আগে দেশ। তাই বাংলাদেশের সমর্থকদের কুরুচিপূর্ণ মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার দুটো হোটেল অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি বন্ধ থাকবে। তাদের কোনও ঘর দেওয়া যাবে না। তাতে ব্যবসায় ক্ষতি হয় হোক।’

হোটেল মালিকদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন রায়গঞ্জ শহরের নাগরিকরাও। তাঁদের বক্তব্য, বাংলাদেশি নাগরিকেদের এই ধরনের এই ধরনের আচারণের প্রতিবাদ হওয়া দরকার।

হোটেলগুলি তাদের ফেসবুক পেজে এই নিষেধাজ্ঞারা কথা জানিয়েছে।