IPL Hardik Pandya Set To Move Back To Mumbai Indians In All-cash Trade Highest In IPL Trade History

মুম্বই : অধিনায়ক হারাচ্ছে গুজরাত ? মুম্বইয়ের ঘরের ছেলে ফের ফিরছেন ঘরে ? আইপিএলের ট্রেডিং ইতিহাসে নজির হওয়ার দোরগোড়ায়। জোর গুঞ্জন, গুজরাত টাইটান্সের সঙ্গে সম্পর্ক ছেদ করে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরতে চলেছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ক্রিকেট অন্দরমহলে কান পাতলে খবর, গুজরাত ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা হচ্ছে না ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের। সেই সুযোগে ফের হার্দিককে দলে পেতে ঝাঁপায় মুম্বই শিবির। আর শেষপর্যন্ত ‘ঘর-ওয়াপসি’ পূর্ণতা পাওয়ার দোরগোড়ায়। 

হার্দিক পাণ্ড্য, গুজরাত টাইটান্স (Gujrat Titans) বা মুম্বই ইন্ডিয়ান্স কোনও পক্ষই এখনও পর্যন্ত স্পিকটি নট। তবে ক্রিকেটমহলে খবর, ১৫ কোটি টাকায় (হার্দিক পাণ্ড্যর আইপিএলের বেতন) মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন গুজরাত টাইটান্সকে আইপিএলের অভিযান শুরুর মরশুমে খেতাব জেতানো অধিনায়ক। সঙ্গে মুম্বই গুজরাতকে দেবে ট্রান্সফার ফি। সেটা ঠিক কত, তা অবশ্য সামনে আসেনি।

২০২২ সালের আইপিএল (IPL) ফাইনালে প্রথমবার খেলতে নেমেই খেতাব জিতেছিল গুজরাত টাইটান্স। যেবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন হার্দিক। গত মরশুমেও ফাইনালে উঠেছিল আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজি। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে খেতাবি লড়াই হারতে হয়েছিল গুজরাত ফ্র্যাঞ্চাইজিকে। তবে দুই মরশুমেই হার্দিকের ক্রিকেটীয় পারফরম্যান্স ও অধিনায়কত্ব তারিফ কুড়িয়ে নিয়েছিল। 

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল অভিষেক হয়েছিল হার্দিক পাণ্ড্যর। ১০ লাখে মুম্বই শিবিরে যোগ দেওয়া সেই ক্রিকেটাররই ক্রমে হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তাঁদের দলের চারবারের খেতাবজয়ী দলের সদস্য ছিলেন তিনি। হার্দিক পাণ্ড্য চারবারের খেতাব জয়েই রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁকে দলে পাওয়ার সুযোগ তৈরি হওয়ার পরই তাই কার্যত ঝাঁপিয়ে পড়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজি।

প্রথমে জল্পনা তৈরি হয়, হার্দিক পাণ্ড্যর মুম্বইয়ে ফেরার বদলে রোহিত শর্মা গুজরাতে যাবেন। যদিও অধিনায়ক রোহিতকে যে ছাড়া হচ্ছে না সেটা স্পষ্ট করে দেয় আইপিএলের সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি। যারপর জল্পনায় ভেসে ওঠে পেসার জোফ্রা আর্চারের নাম। যদিও তাও নাকি ভেস্তে গিয়েছে। শোনা যাচ্ছে, হার্দিকের জন্য মোটা অঙ্কের অর্থই খরচ করছে মুম্বই ইন্ডিয়ান্স। গত আইপিএলে খারাপ পারফর্ম করা মুম্বই শিবির ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে যে মরিয়া সেটা পরিষ্কার। হার্দিক পাণ্ড্যকে যদি তারা শেষপর্যন্ত ঐতিহাসিক ট্রেডিংয়ে দলে নিতে পারে, তাহলে সেটা হতে চলেছে রীতিমতো বড় চমক।