Muralitharan On Rohit: ফিটনেস ঠিক রাখতে পারলে অনায়াসে আরও একটা বিশ্বকাপ খেলতে পারবে রোহিত: মুরলিথরণ

<p><strong>কলম্বো</strong>: বয়স ৩৬ পেরিয়েছে। চারিদিকে কানাঘুষো তিনি নাকি তাঁর শেষ ওয়ান ডে বিশ্বকাপ খেলে ফেললেন। তবে সত্যিই কি তাই? রোহিত শর্মাকে কি আর কোনদিনও ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না? শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্থাইয়া মুরলিথরণ কিন্তু তেমনটা মনে করেন না। &nbsp;তার মতে যদি নিজের ফিটনেস ধরে রাখতে পারেন রোহিত তবে আগামী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চেও ফের দেখা যাবে হিটম্যানকে। &nbsp;গত বিশ্বকাপে &nbsp;মোট ১১ ইনিংস খেলে ৫৯৭ রান করেছেন রোহিত স্ট্রাইক রেট ১২৫ এর উপরে। &nbsp;সেই প্রসঙ্গ টেনে এক সাক্ষাৎকারে কিংবদন্তি লঙ্কা স্পিনার জানান যে, "গোটা টুর্নামেন্টে রোহিত যেভাবে ভারতীয় ব্যাটিংয়ের শুরুতে আক্রমণ করছিল তা যে কোনও দলের প্লাস পয়েন্ট। &nbsp;কোন ইনিংসেই রোহিত ফ্লপ করেনি আর তার ইনিংস দেখে আমি এটুকু বলতেই পারি যদি নিজের ফিটনেস বজায় রাখতে পারে রোহিত বিরাট <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>র মত, তবে হয়ত আগামী বিশ্বকাপেও দেখা যাবে ওকে।"</p>
<p>&nbsp;</p>