Oscar Pistorius Granted Parole Nearly 11 Years After Killing His Girlfriend Reeva Steenkamp

জোহানেসবার্গ: অস্কার পিস্টোরিয়াসকে (Oscar Pistorius) মনে আছে? দুই পা হাঁটুর নীচ থেকে নেই। কিন্তু প্রতিবন্ধকতাও তাঁকে দমিয়ে রাখতে পারেননি। দুই পায়ে ইস্পাতের ব্লেড লাগিয়ে দৌড়তেন। গোটা বিশ্ব যাঁকে চিনত ব্লেড রানার নামে।

তবে সব কিছু ওলট পালট হয়ে যায় ১০ বছর আগে। ২০১৩-র ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারির দিন বান্ধবীকে নিজের বাড়িতেই গুলি চালিয়ে খুন করেছিলেন ‘ব্লেড রানার’ নামে পরিচিত পিস্টোরিয়াস।  পরে তিনি দাবি করেছিলেন, যাঁর উদ্দেশে গুলি চালিয়েছিলেন তিনি যে নিজের বান্ধবী বুঝতে পারেননি। কোনও চোর ভেবে সে দিকে গুলি চালিয়েছিলেন। কিন্তু আদালতে তাঁর যুক্তি খাটেনি। ২০১৬-য় দক্ষিণ আফ্রিকার একটি আদালত তাঁকে ১৩ বছরের কারাবাসের নির্দেশ দেয়।

১০ বছর পর প্যারোলে মুক্তি পাচ্ছেন নিজের বান্ধবী খুনে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার অ্যাথলিট পিস্টোরিয়াস। ২০২৪ সালের ৫ জানুয়ারি জেল থেকে বেরোবেন তিনি।                                 

নিহত রিভার মা জানিয়েছেন, রিভার বাবা জীবিত থাকাকালীন সব সময়ই অস্কারের শাস্তি চাইতেন। রিভার বাবাও মারা গিয়েছেন সেপ্টেম্বর মাসে। রিভার মা এখন সম্পূর্ণ একা। মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি জানি না অস্কার মুক্তি পেয়ে কী করবে। তবে ও যদি আগের মতোই থাকে তাহলে মহিলাদের নিরাপত্তা প্রয়োজন।’

১০ বছর ধরে জেলে থাকলেও এখনও খুনের দায় স্বীকার করেননি ওই অ্যাথলিট। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবে খুন করেননি। তিনি ভেবেছিলেন মাঝরাতে বাথরুম থেকে চোর বেরোচ্ছে। তারপরই গুলি চালান। কিন্তু পরে দেখতে পান গুলিবিদ্ধ ব্যক্তি তাঁর বান্ধবী রিভা। কিন্তু আদালতে মামলাকারীর আইনজীবী জানান, গুলি চালানো হয়েছিল ৯ এম এম পিস্তল থেকে। অস্কার এবং রিভার মধ্যে তীব্র ঝামেলা হয়েছিল সেই রাতে। হাতাহাতিও হয় দু’জনের মধ্যে। ভয়ে বাথরুমে আশ্রয় নেন ওই মডেল। বাথরুমের দরজা লক্ষ করে চারবার গুলি চালান পিস্টোরিয়াস। সওয়াল জবাব শেষে আদালত দোষী সাব্যস্ত করে অ্যাথলিটকে।

আরও পড়ুন: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরছেন হার্দিক ? আইপিএল ট্রেডিংয়ে বড়সড় দলবদলের জোরাল ইঙ্গিত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।