Rahul Dravid Likely To Replace Gambhir As LSG Mentor Get To Know

লখনউ: এখনো পর্যন্ত সরকারি বিবৃতি কিছুই আসেনি।  তবে একটা খবর মোটামুটি নিশ্চিত হয়েই গিয়েছে, তা হল রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)কোচের পদে থাকছেন না।  তার বদলে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।  তবে এই খবরের সিলমোহর পড়ার আগেই,  একটি নতুন খবর ভেসে আসছে তা হল রাহুল দ্রাবিড়কে এবার হয়ত দেখা যেতে পারে আইপিএলে একটি দলের মেন্টর হিসেবে।  সূত্রের খবর কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টস দলের মেন্টর হিসেবে  দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে।

উল্লেখ্য, লখনউ সুপারজায়ান্টসের মেন্টের ছিলেন গৌতম গম্ভীর। যিনি তাঁর পুরনো দল কেকেআরের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন আগামী মুশুমের আইপিএলে। তাই সেই জায়গাতেই গৌতম স্থলাভিষিক্ত হতে পারেন দ্রাবিড়।  তবে দ্রাবিড় এখনই লখনউ সুপারজায়ান্টস দলের সদস্য তা বলা সম্ভব নয় তার কারণ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্রাবিড়কে কোচ হিসেবে দায়িত্ব থেকে অব্যহতি না নেওয়ার অনুরোধ জানাতে পারে। তবে দ্রাবিড় নাকি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি আর  রোহিতদের কোচের পদে থাকতে আগ্রহী নন।  ফলে আইপিএলে যে এলএসজির মেন্টর হিসেবে দ্রাবিড়কে দেখতে পাওয়া যাবে এটা এক প্রকার সিলমোহর না পড়লেও নিশ্চিত ভাবে বলাই যায়।  এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়েলসের হয়ে খেললেও,  সাপোর্ট স্টাফ হিসেবে এই প্রথমবার আইপিএলে কোন দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন রাহুল দ্রাবিড়। 

রাহুল রবিনের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল কোনও আইসিসি ট্রফি না জিতলেও, দ্বিপাক্ষিক সিরিজ গুলোই বেশ ভালো পারফর্ম করেছে গত দুবছরে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড়ের হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়।  যার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তৎকালীন সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।  এই গত দু বছরে আইসিসি  টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হল ভারতকে। 

রাহুল কাবীরে কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল ক্রিকেটের টিম ফরমেটে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দল হিসেবে কৃতিত্ব অর্জন করেছে।  গত বিশ্বকাপে গ্রুপ লিগ ও সেমিফাইনাল মিলিয়ে মোট ১০ টি ম্যাচের টানা অপরাজিত থাকার পর অবশেষে ফাইনালে এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের।