Yuzvendra Chahal Shares Cryptic Post After Another India Snub, Dhanashree Verma Reacts

নয়াদিল্লি: কথা নয়, কাজেই যেন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বদ্ধপরিকর তিনি। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। হরিয়ানার লেগস্পিনার বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাননি। এমনকী, বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলেও জায়গা পাননি। তবে বিজয় হাজারে ট্রফিতে বল হাতে ভেল্কি দেখাচ্ছেন চাহাল। আর তারপরই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন লেগস্পিনার।

ভারতীয় দলে জায়গা না পেলেও ফর্মেই রয়েছেন লেগস্পিনার। বৃহস্পতিবারই বিজয় হাজারে ট্রফির ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২৬ রানে ৬ উইকেট নিয়েছেন হরিয়ানার হয়ে। পরে সোশ্যাল মিডিয়ায় উইকেট নিয়ে নিজের একটি উচ্ছ্বাস প্রকাশের ছবি দিয়েছেন তিনি। সঙ্গে শুধু লিখেছেন, ‘কাজে দেখা যাবে।’ সঙ্গে আরও লিখেছেন, ‘যখন সবাই অন্য কিছু ভাবছে, তখন নিজেকে ধরে রাখাই প্রকৃত যোদ্ধার প্রধান শক্তি।’

 

চাহালের এই পোস্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকের মতে, তিনি রবি বিষ্ণোইয়ের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ঘুরিয়ে। চাহালের এই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি।

বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বিষ্ণোই বল হাতে তেমন কিছু করতে পারেননি। ৪ ওভারে ৫৪ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন। জাতীয় দলের নির্বাচকেরা চাহালের বদলে তাঁকে দলে নিয়েছেন। চাহাল যে দিন ২৬ রানে ৬ উইকেট নিয়েছেন, সে দিনই ব্যর্থ বিষ্ণোই। তবে কি নিজের উচ্ছ্বাস প্রকাশের ছবি দিয়ে ভারতের দল নির্বাচন নিয়েই ঘুরিয়ে প্রশ্ন তুলতে চেয়েছেন ৩৩ বছরের লেগস্পিনার। চাহালের পোস্টে আগুন ইমোজি দিয়েছেন তাঁর স্ত্রী ধনশ্রী। যা আরও বেশি করে জল্পনা উস্কে দিয়েছে।

বিশ্বকাপ ফাইনাল দেখতে চাহালের সঙ্গেই আমদাবাদ গিয়েছিলেন ধনশ্রী। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চাহালের পাশে বসেই খেলা দেখেন তিনি।

দেশের হয়ে ৭২টি ওয়ান ডে এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে চাহালের। গত অগাস্টের পর চাহাল আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। বিশ্বকাপে ভারতের একাধিক ম্যাচে তাঁকে দেখা গিয়েছিল গ্যালারিতে। তাঁর সামনে ভারতীয় দলের দরজা খোলে কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরছেন হার্দিক ? আইপিএল ট্রেডিংয়ে বড়সড় দলবদলের জোরাল ইঙ্গিত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।