ছেয়ে গিয়েছে জাল শংসাপত্র, থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলি পুরপ্রধান

একদিকে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন যখন ‘লাইন করে’ বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তোলার নির্দেশ দিচ্ছেন, তখন লাগোয়া সাংগঠনিক জেলা বনগাঁর পুরপ্রধান ভুয়ো শংসাপত্রের অভিযোগ জানাতে গেলেন থানায়। একের পর এক ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা পড়েছে। এই নিয়ে সম্প্রতি সাংবাদিক বৈঠক করেন বনগাঁর তৃণমূলি পুরপ্রধান গোপাল শেঠ। রবিবার সরাসরি থানায় অভিযোগ দায়ের করলেন তিনি। কে বা কারা পুরসভার নথি জাল করে ভুয়ো সার্টিফিকেট তৈরি করছে তাদের খুঁজে বার করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঠাকুরনগর থেকে মানবপাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে NIA. এর পরই বিষয়টি নিয়ে বনগাঁ পুরসভার অন্দরে শোরগোল শুরু হয়।

গোপালবাবু বলেন, এই জাল সার্টিফিকেট দেশের জন্য অত্যন্ত ভয়াবহ। এরা তো আর এখানে থাকছে না। আধার কার্ড পাসপোর্ট বানিয়ে অন্য দিল্লি – বোম্বে সব জায়গায় চলে যাচ্ছে। অবিলম্বে এদের ধরা দরকার।

পালটা বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অশোক কীর্তনীয়া বলেন, ‘একদিকে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাস বলছেন বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলতে, ওদিকে গোপালবাবু জাল শংসাপত্রের বিরুদ্ধে অভিযোগ করছেন।’