টিকিট বিক্রি হলেও জমা পড়েনি ৭কোটি টাকা, এফআইআর দায়ের SBSTC-র

এ বার সরকারি বাসে ‘টিকিট কেলেঙ্কারির অভিযোগ উঠল। টাকার অঙ্ক নেহাত কম নয়, সাড়ে সাত কোটি টাকা। প্রাপ্য টাকা না দেওয়ার টিকিট দেওয়ার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবহণ দফতর।

দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ পরিবরহণ সংস্থার (এসবিএসটিসি) কলকাতা থেকে দুর্গাপুর-সহ বিভিন্ন রুটে টিকিট কাটার দায়িত্বে থাকে বেসরকারি সংস্থা। টেন্ডারের মাধ্যমে সেই সংস্থাকে বেছে নেওয়া হয়।

এভাবে ২০০৩ সালে টিকিট কাটার বরাত পায়, ইউরেকা ট্রাভেলস ক্লাব নামে একটি বেসরকারি সংস্থা। এসবিএসটিসি-র আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে টিকিট কাটে সংস্থাটি। এর জন্য আগে থেকে সংস্থাটিকে টিকিটের দাম জমা রাখতে হয়। কিন্তু এ ক্ষেত্রে দেখা যাচ্ছে সাড়ে ৭ কোটি টাকার টিকিটের অর্থ জমা পড়েনি পরিবহণ দফতরের ঘরে।

তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি এসবিএসটিসি কর্তারা। সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন,’বিষয়টি কানে শোনার পর বোর্ডে আলোচনা করা হয়েছে। বোর্ড দফতরকে নির্দেশ দিয়েছে তদন্ত করার। তদন্তের পর রিপোর্ট দফতরের হাতে এসেছে । তার পরই অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।’

(পড়তে পারেন। গ্রামে যেতে অনীহা হবু স্কুল শিক্ষকদের, SSC-র কাউন্সেলিংয়ে গিয়েও নিলেন না চাকরি) 

তবে যে বেসরকারি সংস্থার হাতে টিকিট কাটার দায়িত্ব ছিল তাদের দাবি, সফটওয়্যারে সমস্যার কারণে এই গণ্ডোগোল। সংস্থার এক কর্তা বলেন,’ আমরা যা বিল দিচ্ছি তাতে দুবার করে বিল করে দিচ্ছে। আমরা পরিবহণ দফতরকে বিষয়টি জানিয়েছি।’

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে টিকিট নিয়ে নিতে হয় বেসরকারি সংস্থাকে। এ ক্ষেত্রে ১০ লক্ষ টাকা দিয়ে টিকিট মেলে। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা কী করে বাকি থেকে গেল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।