শিলিগুড়িতে ১০ কুকুরছানাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ, তদন্তে পুলিশ

১০ টি কুকুর ছানাকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা মেরে ফেলল কুকুর ছানাগুলিকে তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শিলিগুড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পার্ক সংলগ্ন নেতাজি সুভাষ চন্দ্র রোডে শনিবার রাত ১১ নাগাদ একাধিক কুকুরছানাকে রাস্তার এদিক ওদিক মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওই অবস্থায় কমপক্ষে আটটি কুকুর ছানা উদ্ধার হয়েছে। আরও দুটি কুকুর ছানা পুলিশ পরে উদ্ধার করে।

এলাকাবাসীর অভিযোগ, কেউ খাবারে বিষ মিশিয়ে কুকুর ছানাগুলিকে মেরে ফেলেছে। ওই ভাবে এদিক ওদিক কুকুর ছানাগুলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাসিন্দার খবর দেন পশুপ্রেমী সংগঠনকে। খবর দেওয়া হয় শিলিগুড়ি থানাপর পুলিশকেও।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১৫টি বাচ্চা হয়েছিল একটি কুকুরের। এর মধ্যে দশ বাচ্চা বিষ খেয়ে মারা যায়। এলাকার এক বাসিন্দা বলেন, ‘নালা থেকে ছয়-সাতটি বাচ্চা উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজ চলছে। নিরীহ প্রাণীদের উপর কেন এমন অত্যাচার করা হল তার তদন্ত হওয়া দরকার। ‘

স্থানীয় পশুপ্রেমী সংগঠনের পক্ষে নীলাক্ষী বসু সংবাদমাধ্যমকে বলেন, ‘শনিবার রাতে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছই। এলাকাবাসীর কথা অনুযায়ী কেউ বিকেলের দিকে বাচ্চাগুলোকে খাবার দিয়েছিল। সেগুলো খেয়েই তাদের এই অবস্থা। ১৫টি বাচ্চার মধ্যে ১০টি বাচ্চা আমরা খুঁজে পেয়েছি যেগুলো মৃত। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানতে পারা যাবে। পুলিশ তদন্ত শুরু করেছে। বড় পদক্ষেপ করা দরকার এই ধরনের অপরাধ আটবার জন্য।’

এলাকাবাসীরাও চাইছেন পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বার করুক। তাদের উপযুক্ত শাস্তি হোক।