Firhad Hakim: এবার রাজ্য সরকারের টাকায় তৈরি হবে ইদগাঁ, জানালেন ফিরহাদ

জয়নগরে তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর খুনের ১৪ দিনের মাথায় পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সইফুদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করে তিনি বলেন, ‘ইনসাফ চাই’।

এদিন দুপুরে জয়নগরের দলুয়াখাকিতে সইফুদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করেন ফিরহাদ। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এই পরিবারের পাশে আমরা আছি। ও একটা ইদগাঁ বানাতে চেয়েছিল। সেটা আমরা করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়ন দফতরের টাকায় সেটা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া এখানে ওর নামে একটা পার্টি অফিস হবে। ওরা একটাই কথা বলল। আমাদের ইনসাফ চাই। প্রকৃত যে দোষী তার শাস্তি চাই।’

তিনি বলেন, ‘সিপিএম বিজেপি একজোট হয়েছে। এখানে সিপিএম সামনে রয়েছে বিজেপি তাদের অর্থায়ন করছে। অপরাধীদের ধরে যেন শাস্তির ব্যবস্থা হয়’।

গত ১৩ নভেম্বর ভোরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার দলুয়াখাকিতে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত প্রধানের স্বামী তথা পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্কর। এর পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সিপিএম কর্মীদের একের পর এক বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তৃণমূলি গুন্ডারা।