Pretty AI model: মাসে লাখ টাকার উপর আয়! মানুষ না, এই AI মডেলের রূপ দেখেই মোহিত অনেকে

মডেলের রূপ দেখে ভিরমি খান অনেকেই। চোখ ছানাবড়াও হয়ে যায়। এতো আর নতুন কথা নয়। কিন্তু সে মডেল যদি মানুষ না হয়ে রোবট হয়? স্পেনে রয়েছে এমনই এক মডেল। তাঁকে এতদিন সবাই সত্য়িকারের মানুষ বলেই ভাবত। তাঁর রূপ রীতিমতো মাথা ঘুরিয়ে দিতে পারে। কিন্তু অবশেষে জানা গেল, সে আদতে কোনও মানুষ নয়! তাঁর এই রূপের গোটাটাই নাকি এআই-এর কীর্তি। কী নাম তাঁর? এইটানা লোপেজ।

(আরও পড়ুন: তেঁতুলের ‘গুপ্তধন’ শীতেই বেশি কাজে লাগে! জেনে নিন কেন এখন এই ফল খাবেন)

এইটানা লোপেজের ইন্সটাগ্রাম পেজ রীতিমতো তাক লাগিয়ে দেবে যে কাউকে। ১ লাখের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। দিন দিন সেই সংখ্যাটা বাড়ছে। এছাড়াও, প্রচুর টাকা কামাতে শুরু করেছে এই এআই মডেল। কেন জলজ্যান্ত রক্তমাংসের মানুষ ছেড়ে এমন মডেল গড়া হল? কারণটা সংবাদমাধ্যমকে জানালেন এইটানার সংস্থা ক্লুলেসের মালিক রুবেন ক্রুজ। রুবেনের কথায়, তাঁর ইনফ্লুয়েনসার ও মডেলদের নিয়ে প্রায়ই তাঁকে সমস্যায় পড়তে হত। ঠিক সময় কাজ শেষ হত না। অনেক সময় কথা দিয়েও অনেকে কাজ করত না। ব্যবসায় ক্ষতি হচ্ছিল। সেই সব দেখেই একটু বিরক্ত ছিলেন রুবেন। অবশেষে মাথায় আসে এই ফন্দি। কর্মীদের সাহায্যে বানিয়ে ফেলেন এইটানা লোপেজকে।

কীভাবে এইটানাকে বানানো হল?

(আরও পড়ুন: অল্পতেই মাথা গরম, তুমুল চোটপাট! ঘন ঘন রাগ চড়ে যায় এই ৫ রাশির)

রুবেনের কথায়, একটি বিশেষজ্ঞ টিমকে এই কাজে লাগানো হয়েছিল। বছর পঁচিশের এইটানার ইন্সটাগ্রাম প্রোফাইল খোলা হয় এর পর। সে কোথায় কোথায় ফটোশুট করবে, কোথায় ঘুরতে যাবে তাও ঠিক করে ফেলা হয়। তবে তাঁর ব্যাকগ্রাউন্ডের ছবি গুলি আদতে গ্রাফিক্সের কারসাজি বলেই জানান রুবেন। এতে মডেলকে কষ্ট করে কোথাও যেতে হয় না।

বিজ্ঞাপনে অভিনয় করতেও শুরু করেছে এইটানা। প্রতি বিজ্ঞাপনে তাঁর আয় নেহাত কম নয়। বিজ্ঞাপন এক হাজার ইউরো দিতে হয় এইটানাকে। যা ভারতীয় মুদ্রায় ৯১ হাজার টাকা। বিজ্ঞাপনে নিখুঁত কাজের জন্য তাঁকে ইতিমধ্যেই অনেকে সংস্থার কর্তারা পছন্দ করতে শুরু করেছে। ফলে কাজও ভালোই জুটছে এইটানার। তাঁর আবেদনময়ী ‘লুক’ নিয়ে প্রায়ই নানা অভিযোগ শোনা যায়। কিন্তু সেসব উড়িয়ে দিচ্ছে রুবেন। রুবেনের কথায়, সাহসী ‘লুক’ই মডেলের আসল আকর্ষণ।