Uttarakhand Rescue operation: কয়েক মিটার গেলেই হত… তবে আর ড্রিল করা হবে না উত্তরকাশীর টানেলে, আসবে না নতুন মেশিন

উত্তরকাশীর টানেলে ড্রিল করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে উদ্ধারকারী দলকে। তবে পরপর খারাপ হয়েছে মেশিন। গতরাতে আর যখন মাত্র কিছু মিটার ড্রিল করলেই ৪১ জন শ্রমিকের কাছে পৌঁছানো যেত, তখন ফের একবার খারাপ হয়ে যায় অগার মেশিন। এই আবহে আন্তর্জাতিক বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স জানিয়ে দিলেন, আর ড্রিল করা হবে না টানেলে। তিনি বলেন, ‘উদ্ধারকাজ সম্পন্ন করতে একাধিক বিকল্প আমাদের সামনে আছে। ড্রিল করা তার মধ্যে একটা বিকল্প ছিল। তবে এখানে আর ড্রিল করতে দেখবেন না আপনারা। ড্রিলিং শেষ। অগার মেশনিটি ভেঙে গিয়েছে। এটা আর ঠিক করা যাবে না। নতুন আর কোনও অগার মেশিন আনা হবে না।’ (আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিগজাউম তৈরি হলে তার কোন প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে? জানুন পূর্বাভাস)

প্রসঙ্গত, গত ১৩ দিন ধরে উত্তরকাশীর টানেলে আটকে রয়েছেন বাংলার ৩ সহ মোট ৪১ জন শ্রমিক। বিগত কয়েকদিনে উদ্ধারকাজে গতি এসেছিল। তবে হিমালয়ের খামখেয়ালিপনার জেরে বারবারই থমকেছে ড্রিলিংয়ের কাজ। এর জেরে এখনও টানেলে বসেই প্রহর গুনতে হচ্ছে ৪১ জন শ্রমিককে। গত দু’দিনে দু’বার হিমালয়ের খামখেয়ালিপনায় আটকে যায় উদ্ধারকাজ। গত বৃহস্পতিবারের মতো শুক্রবারও ফের একবার ড্রিল করতে গিয়ে পাহাড়ে কোনও এক ধাতব বস্তুর মুখোমুখি হতে হয় উদ্ধারকর্মীদের। এর জেরে ড্রিল মেশিন থমকে যায়। এর আগে শুক্রবার সাংবাদিকদের জানানো হয়েছিল, আরও ১২ মিটার ড্রিল করলেই আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছানো যাবে। তবে সেটুকু পথ পাড়ি দিতেই অনেক বাধার মুখে পড়তে হয় অগার মেশিনকে। এই আবহে অগার মেশিনের সাহায্যে ড্রিল করার বিকল্প থেকে সরে এল উদ্ধারকারী দল।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যেও ‘বারমুডা ট্রায়াঙ্গেল’? অন্ধ হচ্ছে বিমান! নির্দেশিকা জারি DGCA-র

উত্তরাখণ্ডের সচিব তথা এই উদ্ধারঅভিযানের নোডাল অফিসারের দায়িত্বে থাকা নীরজ খৈরওয়াল এই নিয়ে গতকাল বলেছিলেন, ‘খনন বিশেষজ্ঞরা ১০০ শতাংশ নিশ্চয়তার সঙ্গে কোনও কিছু জানাতে পারেন না। তবে তারা আশা করছিলেন যে আগামী ৫.৪ মিটার কোনও ধাতব পাত, পাইব বা গার্ডার থাকবে না।’ তবে দেখা যায়, গতকালও এক ধাতব পাইপে লেগে ড্রিল মেশিন কাজ বন্ধ করে দেয়। আধিকারিকরা জানিয়েছেন, খননের জন্য যে ২৫ টনের অগার মেশিন ব্যবহার করা হচ্ছে, সেটা কোনও ধাতব বস্তুর কারণে বাধার সম্মুখীন হয়। তার জেরে শুক্রবার সন্ধ্যা থেকে ড্রিলিং প্রক্রিয়া থমকে যায়। অথচ গত বুধবার সন্ধ্যা-রাতের দিকে মনে করা হচ্ছিল, যে কোনও মুহূর্তে আটকে থাকা ৪১ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হবে। তবে গত দু’দিনে পরপর বাধা আসায় তা আর সম্ভব হয়নি। আর এবার অগার ড্রিল মেশিনের সাহায্যে ড্রিলিং বন্ধ হয়ে গেল।

আরও পড়ুন: ‘অবিশ্বাস্য অভিজ্ঞতা…’, ভারতে তৈরি তেজস যুদ্ধবিমানে চেপে আকাশে উড়লেন মোদী

এর আগে গত বৃহস্পতিবারও কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল ড্রিল মেশিনে। বৃহস্পতিবারের সমস্যা কাটিয়ে শুক্রবার ফের শুরু হয়েছিল খনন কাজ। কিন্তু তারপর ফের বিপত্তি হয়। সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, এক আধিকারিক জানিয়েছেন যে খননের প্রক্রিয়া শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে ফের তা বন্ধ করতে হয়। এই আবহে এবার ওপর থেকে খনন কাজ শুরু হবে। এর জন্য সেনার তরফে যন্ত্রাংশ তোলা হচ্ছে পাহাড়ে।