Abbas Siddiqui: প্রার্থী দিলে ভোট দেবেন তো? নওসাদের পর এবার আব্বাসের মুখে ডায়মন্ড হারবার

বিধানসভা ভোটের আগে তুমুল হম্বিতম্বি করে কপালে জুটেছিল ১টা মাত্র আসন। তার পর থেকে রাজনীতির ময়দানে আর দেখা যায়নি তাঁকে। লোকসভা ভোটের আগে ফের মাটি ফুঁড়ে বেরোলেন আব্বাস সিদ্দিকি। সম্প্রতি এক ভাইরাল ভিডিয়োয় তাঁকে ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া নিয়ে মন্তব্য করতে শোনা যায়। যাতে প্রশ্ন উঠছে, লোকসভা নির্বাচনের আগে কি ফের একবার রাজনীতির ময়দানে সক্রিয় হতে চলেছে ফুরফুরার পিরজাদা।

ভাইরাল ভিডিয়োয় আব্বাসকে বলতে শোনা যায়, ‘এই ডায়মন্ড হারবারে আমরা যদি প্রার্থী দিই, তা হলে আপনারা জেতাবেন তো? আমায় দেখে ভোট দেবেন। জেতালে প্রতি মাসে আমি এখানে আসব। সমস্যা শুনব। এবং এক মাসের মধ্যে সমস্যার সমাধান করব’। প্রাথমিক অনুমান, ভিডিয়ো ডায়মন্ড হারবারেরই কোথাও তোলা।

২০২১ সালের বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করে সারা রাজ্য চষে ফেলেছিলেন আব্বাস। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে গঠন করেছিলেন রাজনৈতিক দল ISF. যদিও ভোটে বামেদের মতোই ভরাডুবি হয় আব্বাসের। ভাঙড়ে একটি মাত্র আসনে জেতেন তাঁর ভাই নওসাদ। যদিও একা কুম্ভ রক্ষা করতে তিনি বেশ সফলই বলা যায়। রাজ্যে যে মুসলিম ভোটব্যাঙ্কের ওপর ভরসা করে তৃণমূলের বাড়বাড়ন্ত নওসাদ তাতে ফাটল ধরাতে পারেন বলে আশঙ্কা রয়েছে শাসক দলের মধ্যেই।

এরই মধ্যে সম্প্রতি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়তে ইচ্ছা প্রকাশ করেন নওসাদ। ৫৩ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে নওসাদ লড়লে সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। আর সেজন্য নওসাদকে আক্রমণও করতে শুরু করেছে তৃণমূল। এবার আব্বাসের মুখেও সেই ডায়মন্ড হারবার।