Anupam Hazra: ‘ঘর শত্রু বিভীষণ, সেটিংবাজ!’ শাহের সভায় নেমন্তন্ন না পেয়ে রাজ্য নেতাদের উপর রেগে ফায়ার অনুপম হাজরা

আবার বিতর্কে জড়ালেন বিজেপি নেতা অনুপম হাজরা। সূত্রের খবর, ধর্মতলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির অন্দরে একেবারে সাজো সাজো রব। কিন্তু সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। আর তারপরই দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন অনুপম। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির দলীয় কার্যালয় মনসাতলার কাছেই বিজেপি বাঁচাও মঞ্চের উদ্যোগে একটা সভা করা হয়েছিল। সেখানেই তোপ দাগেন অনুপম। দলের একাংশকে বেইমান, ঘর শত্রু বিভীষণ, তৃণমূলের সঙ্গে সেটিং করা লোক বলে উল্লেখ করেন। ফেসবুকেও অনুপম হাজরার সামনেই এক বিজেপি নেতাকে বলতে শোনা যায় আমরা এবার চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হব। অনুপম বলেন, বুঝতে পারছি না কী চাইছে রাজ্য নেতারা? বিজেপিকে শেষ করতে ওরা ব্যস্ত। তৃণমূলকে কবে শেষ করবে? 

তবে এবারই প্রথম নয়, এর আগেও দলের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনুপম হাজরা। ফের দলের রাজ্য নেতৃত্বের একাংশকে কাঠগড়ায় তুললেন অনুপম। তবে এখানেই প্রশ্ন উঠছে তবে কি এসব করে লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগদানের রাস্তা প্রশস্ত করছেন অনুপম? 

রবিবার ওই সভা থেকে নানা বিস্ফোরক মন্তব্য করেন অনুপম হাজরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, তিনি ওই সভায় বলেন, বসে যাওয়া, বঞ্চিত, পদহীন, মোদী ভক্ত বিজেপি কর্মীদের চাঙ্গা করতে আমি নেমেছি। একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে এক বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে আজকের এই অনুষ্ঠানে যেন কেউ না আসে। …যারা বিজেপির মিটিংয়ে বিজেপির লোকজনকে আসতে বাধা দিচ্ছে তারা প্রত্যেকেই বেইমান। …যারা ঘর শত্রু বিভীষণ তারা চাইছেন না মোদীজি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসুক। এরা বেইমান। শাসক দলের সঙ্গে সেটিং করে চলছেন। 

এদিকে অমিত শাহের সভায় তাঁর আমন্ত্রণ না পাওয়া নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাজ্য নেতাদের একাংশ কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানো হচ্ছে। 

এদিকে এর আগেও মুখ খুলেছিলেন অনুপম হাজরা। সোশ্য়াল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছিলেন। লিখেছিলেন, নির্বাচন তৈরি করতে গিয়ে , টিম তৈরি করতে গিয়ে সংগঠন এবং গ্রহণযোগ্যতা আছে এমন মানুষদের বেছে বেছে বাদ দিয়ে, নিজের কাছের মানুষদের যারা জায়গা করে দেন তাঁরা এক প্রকার ঘর শত্রু বিভীষণ। এই ধরনের বিভীষণদের জন্য আমার বিভিন্ন  ক্ষোভ বিক্ষোভ দেখে থাকি…।